স্পোর্টস ডেস্ক : 'তারুণ্যের উৎসব' উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের জোনাল পর্যায়ের শেষ দুই জোন— মধুমতি ও ধানসিঁড়ির খেলা রোববার (৫ অক্টোবর) গোপালগঞ্জে বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমিতে শুরু হয়েছে। এই দুই জোন দিয়ে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের জোনাল পর্যায়ের খেলা শেষ হবে।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মধুমতি জোনে পুরুষ ও নারী উভয় বিভাগেই দাপট দেখিয়েছে স্বাগতিক গোপালগঞ্জ। পুরুষ বিভাগে মধুমতি জোনে বড় জয় পেয়েছে গোপালগঞ্জ। তারা নারায়ণগঞ্জকে ৪১-১৯ পয়েন্টে বিশাল ব্যবধানে পরাজিত করে। একই জোনে বড় জয় পেয়েছে ঢাকা জেলাও, যারা ফরিদপুরকে ৬১-৩৬ পয়েন্টে হারিয়েছে। পুরুষ বিভাগে মধুমতি জোনে ছয়টি দল অংশ নিচ্ছে।
এদিকে, পুরুষদের মতো গোপালগঞ্জের নারী দলও বড় জয় পেয়েছে। তারা শরীয়তপুরকে ৪৭-১৫ পয়েন্টে পরাজিত করেছে। নারীদের খেলায় ফরিদপুর ৩২-২৮ পয়েন্টে হারিয়েছে নারায়ণগঞ্জকে। নারী বিভাগে মধুমতি জোনে চারটি দল অংশ নিচ্ছে। ধানসিঁড়ি জোনে পুরুষ বিভাগে ছয়টি এবং নারী বিভাগে তিনটি দল অংশ নিচ্ছে।
গোপালগঞ্জে বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমিতে প্রতিযোগিতার উদ্বোধন করেন কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু উপস্থিত ছিলেন।
এর আগে পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র, রুপসা, সুরমা ও কর্ণফুলী— এই ছয়টি জোনের খেলা শেষ হয়েছে। মধুমতি ও ধানসিঁড়ি জোন দিয়ে জোনাল পর্যায়ের সমাপ্তি ঘটছে।
প্রতিটি জোন থেকে বিজয়ী দলগুলো এরপর আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। সেখান থেকে চারটি সেমিফাইনালিস্ট দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবে।