শিরোনাম
◈ জ্বর হলেই ডেঙ্গুর পরীক্ষা করানোর পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের ◈ পে স্কেল কাঠামোর বাইরে রয়েছেন যারা ◈ শীঘ্রই ফিরবেন শেখ হাসিনা, কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন তারেক রহমান, কে আগে ফিরবেন: গোলাম মাওলা রনি ◈ এবার বিদেশি ইউটিউবার মোহাম্মাদপুরের ভয়াবহতার চিত্র তুলে ধরলো (ভিডিও) ◈ আফগা‌নিস্তান‌কে হোয়াইটওয়াশ করে ছাড়‌লো বাংলা‌দেশ ◈ প্রস্তাবিত রোডম্যাপ: গাজা থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের পরিকল্পনা প্রকাশ ◈ জনপ্রশাসনে বড় পরিবর্তন: উপসচিব থেকে সচিব পর্যন্ত নতুন কাঠামো ◈ বিএনপির কাছে শতাধিক আসন চায় মিত্র দলগুলো, চলছে দর-কষাকষি ◈ বাংলাদেশ ব্যাংকের ১৯ কর্মকর্তার তথ্য চেয়েছে দুদক ◈ ‌বি‌সি‌বির নির্বাচন সোমবার, ক্রীড়া উপদেষ্টা খেলাধুলার জন‌্য পর্যাপ্ত সময় ব‌্যয় ক‌রেন: বুলবুল

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৫:২৯ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ থেকে ব্রা‌জি‌লের বিদায়, গ্রুপ চ্যাম্পিয়ন হ‌য়ে শেষ ষোল‌য় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : ব্রা‌জি‌লের ভাগ‌্য মন্দ। লড়াই ক‌রেও টিক‌তে পার‌লো না। চিলিতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তারা। শনিবার (৪ অক্টোবর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে সেওলেসাওরা। এই হারে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। 

আগের ১৯ অংশগ্রহণে ৫ বার চ্যাম্পিয়ন এবং চারবার রানার্সআপ হয়েছে দলটি। সবচেয়ে বাজে ফল ছিল ২০০৭ আসরে— দ্বিতীয় রাউন্ড। এবার তা ছাপিয়ে গ্রুপ পর্বে চতুর্থ হয়ে বিদায়। 

একই রাতে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।

ব্রাজিল এবারের বিশ্বকাপটা শুরু করেছিল মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করে। তবে তাদের বিশ্বকাপ স্বপ্নে বড় একটা ধাক্কা লাগে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে গিয়ে। এরপরও অবশ্য তাদের সম্ভাবনা ছিল পরের রাউন্ডে খেলার। দ্বিতীয়, কিংবা সেরা তৃতীয় দল হয়ে শেষ ষোলয় খেলার সুযোগ ছিল তাদের সামনে।

তবে শনিবার রাতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে গিয়ে সে সুযোগটাও খুইয়ে বসে সেলেসাওরা। ৪৭ মিনিটের মাথায় গোল করে ব্রাজিলের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন ব্রাভো। সে গোলের জবাব দিতে পারেনি ব্রাজিল। ফলে হার নিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় তাদের। 

এদিকে, আর্জেন্টিনা ছিল ডি গ্রুপে। তিন ম্যাচের সবকটিতে জিতে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে গেছে শেষ ষোলোয়। সারকোর জোড়া গোল আর সুবিয়াব্রের লক্ষ্যভেদে ভর করে তারা কিউবাকে হারায় প্রথমে। এরপর সারকো, পেরেজ, সুবিয়াব্রে আর আন্দিনোর গোলে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলে হারায় তারা।

গতকাল গোরোসিতোর আত্মঘাতী গোলে ইতালিকে হারানোয় নিশ্চিত হয়ে যায় তাদের গ্রুপ শ্রেষ্ঠত্ব। আগামী ৮ অক্টোবর শেষ ষোলোর লড়াইয়ে নামবে আলবিসেলেস্তেরা। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সর্বোচ্চ ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সর্বশেষ দুই আসরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। দলটি সর্বশেষ শিরোপা জিতেছে ২০০৭ সালে।

এছাড়া আসরের শেষ ষোলো নিশ্চিত করেছে ‘এ’ গ্রুপ থেকে জাপান ও চিলি এবং ‘বি’ গ্রুপ থেকে ইউক্রেন ও প্যারাগুয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়