শিরোনাম
◈ জ্বর হলেই ডেঙ্গুর পরীক্ষা করানোর পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের ◈ পে স্কেল কাঠামোর বাইরে রয়েছেন যারা ◈ শীঘ্রই ফিরবেন শেখ হাসিনা, কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন তারেক রহমান, কে আগে ফিরবেন: গোলাম মাওলা রনি ◈ এবার বিদেশি ইউটিউবার মোহাম্মাদপুরের ভয়াবহতার চিত্র তুলে ধরলো (ভিডিও) ◈ আফগা‌নিস্তান‌কে হোয়াইটওয়াশ করে ছাড়‌লো বাংলা‌দেশ ◈ প্রস্তাবিত রোডম্যাপ: গাজা থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের পরিকল্পনা প্রকাশ ◈ জনপ্রশাসনে বড় পরিবর্তন: উপসচিব থেকে সচিব পর্যন্ত নতুন কাঠামো ◈ বিএনপির কাছে শতাধিক আসন চায় মিত্র দলগুলো, চলছে দর-কষাকষি ◈ বাংলাদেশ ব্যাংকের ১৯ কর্মকর্তার তথ্য চেয়েছে দুদক ◈ ‌বি‌সি‌বির নির্বাচন সোমবার, ক্রীড়া উপদেষ্টা খেলাধুলার জন‌্য পর্যাপ্ত সময় ব‌্যয় ক‌রেন: বুলবুল

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ১০:৪১ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোবেল বিজয়ীর নাম ঘোষণা শুরু ৬ অক্টোবর থেকে

এপি, রয়টার্স : অক্টোবর মাসের শুরুতে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার ঘোষণা শুরু হচ্ছে। প্রতিবছর এ সময় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করার প্রথা রয়েছে। ২০২৫ সালের ক্ষেত্রে, ৬ অক্টোবর থেকে শুরু হবে নোবেল পুরস্কারের ঘোষণা, যা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। প্রথম দিনেই ঘোষণা করা হবে চিকিৎসাশাস্ত্র শাখার বিজয়ীর নাম।

নোবেল পুরস্কার দেওয়া হয় চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি—এই ছয়টি শাখায়। বছরের শুরু থেকে বিশ্বজুড়ে নোবেল বিজয়ীদের নাম জানার জন্য উৎসাহ থাকে, কারণ এতে ইতিহাসের প্রসিদ্ধ ব্যক্তিত্বদের পাশাপাশি নতুন প্রতিভারাও স্থান পান। এবারের ঘোষণার আগ্রহও বিশেষভাবে শান্তি শাখাকে ঘিরে, যেখানে ২০১৮ সাল থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন জটিল আলোচনার বিষয়। ঘোষণার সময়, বিজয়ীদের নাম ‘নোবেল প্রাইজ’ ওয়েবসাইটে সরাসরি প্রকাশ করা হবে। শান্তি পুরস্কারের প্রতি সাধারণত বিশেষ আগ্রহ থাকে, কারণ রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি প্রভাবিত করতে পারে।

নোবেল পুরস্কারের যাত্রা শুরু হয় সুইডিশ রসায়নবিদ আলফ্রেড নোবেলের উদ্যোগে। ডিনামাইট আবিষ্কারের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করার পর, নোবেল জীবনের শেষ প্রান্তে তার সম্পদ মানবকল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত নেন। ১৯০১ সালে প্রথমবার পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি শাখায় পুরস্কার প্রদান শুরু হয়। পরে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করে।

নোবেল নিজেই নির্ধারণ করেছিলেন কে কোন শাখার পুরস্কার দেবে। পদার্থবিদ্যা ও রসায়নের পুরস্কার দেয় রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস, সাহিত্য পুরস্কার দেয় সুইডিশ একাডেমি, চিকিৎসাশাস্ত্রের পুরস্কার দেয় কারোলিনস্কা ইনস্টিটিউট, আর শান্তির পুরস্কার দেয় নরওয়ের সংসদ। অর্থনীতির পুরস্কার দেওয়া হয় রয়েল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেসের মাধ্যমে।

প্রতিটি পুরস্কার ঘোষণার প্রক্রিয়া অত্যন্ত গোপনীয়। মনোনীতদের নাম সাধারণত প্রকাশ করা হয় না, এবং বিচারকদের আলোচনা ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয়। মনোনয়নকারীরা চাইলে নিজের প্রস্তাব প্রকাশ করতে পারেন।

এই বছরের নোবেল ঘোষণা সূচি অনুযায়ী: ৬ অক্টোবর চিকিৎসাশাস্ত্র, ৭ অক্টোবর পদার্থবিদ্যা, ৮ অক্টোবর রসায়ন, ৯ অক্টোবর সাহিত্য, ১০ অক্টোবর শান্তি, এবং ১৩ অক্টোবর অর্থনীতির বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ীরা ১০ ডিসেম্বর সনদ, স্বর্ণপদক এবং প্রায় ১ কোটি ২০ লাখ ডলার সমমূল্য অর্থ পাবেন। প্রতিটি শাখায় সর্বোচ্চ তিনজনকে যৌথভাবে পুরস্কৃত করা যেতে পারে। অনুবাদ: দৈনিক ইনকিলাব 

  • সর্বশেষ
  • জনপ্রিয়