মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় সেলিনা বেগম (৫৪) নামে এক পথচারী নিহত হয়েছে। রবিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের জামতলা এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। নিহত সেলিনা ওই গ্রামের সারবান আলীর স্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই রাজু আহমেদ জানান, বিকালে রাস্তা পারাপার হওয়ার সময় একটি বাস সেলিনাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় পর বাসের চালক ও তার সহযোগী পালিয়ে যায়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।