মো.রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়কের পাশে থেকে একটি পরিত্যক্ত ককটেল সাদৃশ্য বস্তু উদ্বার করেছে পুলিশ। রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর বহালাবাড়ি এলাকায় বস্তু উদ্বার করা হয়।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসাইন জানান, শিবগঞ্জে বহালাবাড়ি এলাকায় একটি ককটেল সাদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখা স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।