যুক্তরাজ্যের একটি মসজিদে আগুন লাগানো হয়েছে। ভেতরে দু'জন লোক থাকা অবস্থায় আগুন দেওয়ার এই ঘটনাটি ঘৃণামূলক অপরাধ হিসেবে বিবেচনা করছে দেশটির পুলিশ।
সিএনএন জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলে ব্রাইটনের কাছে পিসহেভেনের মসজিদে আগুন লাগার খবর পেয়ে ছুটে যান জরুরিকর্মীরা।
রাজনৈতিকভাবে উত্তপ্ত যুক্তরাজ্যে এটি মুসলিমদের বিরুদ্ধে সর্বশেষ সহিংস ঘটনা। বর্তমান সময়ে দেশটিতে ইসলামোফোবিক এবং ইহুদি-বিদ্বেষের ঘটনাগুলো বেশ লক্ষণীয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মসজিদের এক স্বেচ্ছাসেবক সিএনএনকে বলেন, শনিবার রাতে 'বালাক্লাভা' পরিহিত দুই ব্যক্তি জোর করে মসজিদের দরজা খোলার চেষ্টা করে। এরপর তারা সিঁড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
মসজিদের ব্যবস্থাপকের মতে, মসজিদের চেয়ারম্যান এবং একজন মুসল্লি ভেতরে চা খাচ্ছিলেন - দু'জনেই ষাটোর্ধ্ব। ঠিক তখনই তারা বাইরে থেকে একটি বিকট শব্দ শুনতে পান এবং আগুনের শিখা প্রধান প্রবেশপথজুড়ে ছড়িয়ে পড়ে। এরপর তারা মসজিদ থেকে বের হয়ে যান।
মসজিদের ব্যবস্থাপকের মতে, ভেতরে থাকা লোকেরা সহজেই মারা যেতে পারত। দুর্বৃত্তরা সর্বাধিক ক্ষতি করার পূর্ণ উদ্দেশ্য নিয়ে এসেছিল। সবাই ভীত ছিল, কারণ কেউ জানত না কী ঘটতে চলেছে।
মসজিদের দরজার ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বাইরা আওয়াজ শোনার কিছুক্ষণ পরেই বালাক্লাভা পরা দু'জন ব্যক্তি প্রবেশপথে এসে দরজার হাতল টেনে কয়েকবার ধাক্কা দিচ্ছেন। এরপর পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, আগুনে মসজিদের সামনের অংশ এবং বাইরে পার্ক করা একটি গাড়ি প্রায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মসজিদের চেয়ারম্যান একজন ট্যাক্সি চালক হিসেবে কাজ করে। তার মতে, গাড়ির ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করতেন। দুর্ভাগ্যবশত তার গাড়ির কেবল একটি অংশ অবশিষ্ট আছে ,বাকিটা পুড়ে গেছে।
লুইস জেলার লিবারেল ডেমোক্র্যাট এমপি জেমস ম্যাকক্লেরি এক্স-পোস্টে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, 'পিসহেভেনের মসজিদে এই অগ্নিকাণ্ডের কথা শুনে ভয় হচ্ছে। আমার নির্বাচনী এলাকার মানুষ মসজিদটি ব্যবহার করেন। স্থানীয় সম্প্রদায়ের এটি গুরুত্বপূর্ণ। পুলিশ এটিকে ঘৃণামূলক অপরাধ হিসেবে বিবেচনা করছে।'
গত আগস্টেও যুক্তরাজ্যের এই মসজিদটিতে রাতভর দুইবার হামলা চালানো হয়েছিল। ভবনটিতে ডিম ছোঁড়া হয় এবং লোকেরা পাশ দিয়ে যাওয়ার সময় বর্ণবাদী গালিগালাজ করা হয়।
সাসেক্স পুলিশের গোয়েন্দা সুপারিনটেনডেন্ট ক্যারি বোহানা বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অতিরিক্ত টহল দেওয়া হয়েছে। সূত্র: ইত্তেফাক