আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আজ (রোববার) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন লাল-সবুজের প্রতিনিধিরা। সে লক্ষ্য টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ।
এর আগে সিরিজের প্রথম দুটি ম্যাচই কঠিন করে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানদের দেওয়া ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১০৯ রান তুলে ফেলে জাকের আলীর দল। এরপর ৯ রানের মধ্যে ৬ উইকেট খুইয়ে বিপাকে পড়ে দল। শেষ পর্যন্ত অবশ্য ৪ উইকেট ও ৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় দল।
দ্বিতীয় ম্যাচে ১৪৮ রান তাড়া করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। ১২৯ রানে অষ্টম উইকেট পতনের পর হারের শঙ্কা উঁকি দেয়। তবে সে ম্যাচেও শঙ্কা উড়িয়ে শেষতক বিজয় কেতন ওড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। সূত্র: যুগান্তর