নিজস্ব প্রতিবেদক : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুটি জিতে আগেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় করে বালাদেশদশ। এবার লাল-সবুজদের সামনে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ।
তবে টাইগাররা কতোটা অলরাউন্ড পারফরমেন্স করতে পারবে সেটার উপরই নির্ভর করছে স্বপ্ন বাস্তবায়নের। তবে এটা নিশ্চিত, ইজ্জত রক্ষার্থে আফগানিস্তান আদাজল খেয়ে মাঠে নামবে। শেষ ম্যাচে জয় তাদের চাই।
রোববার (৫ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
এবার শেষ ম্যাচ জিতে শতভাগ সাফল্য নিয়ে সিরিজ শেষ করার লক্ষ্য বাংলাদেশের। যদিও প্রথম দুই ম্যাচে দাপটের সঙ্গে জিততে পারেনি বাংলাদেশ। দু’বারই ব্যাটিং ধসে হারের শঙ্কায় পড়েছিল টাইগাররা। তারপরও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
গত দুই বছর ধরে ভালো পারফরম্যান্স করছে বাংলাদেশের বোলাররা। এশিয়া কাপেও ধারাবাহিক ছিল তারা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় সাফল্য পায়নি দল। তৃতীয় ম্যাচে জয় পেলে ২০১৮ সালে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশের প্রতিশোধ নিতে সক্ষম হবে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৮টিতে জয় ও ৭টিতে হার।