যুক্তরাষ্ট্রের তিনটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ক্যান্সার চিকিৎসায় যুগান্তকারী এক পদ্ধতি উদ্ভাবন করেছেন। কোনো ওষুধ বা কেমোথেরাপি ছাড়াই শুধুমাত্র বিশেষ আলো ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করা সম্ভব হয়েছে। প্রাথমিক পরীক্ষায় ৯৯ শতাংশ পর্যন্ত সফলতা পাওয়া গেছে।
গবেষকদের দাবি, এ চিকিৎসায় ব্যবহার করা হয় আলো-সংবেদনশীল কিছু অণু (light-sensitive molecules)। নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোয় সক্রিয় হয়ে এগুলো ভেতর থেকে ক্যান্সার কোষ ধ্বংস করে দেয়। আশ্চর্যের বিষয় হলো, আশপাশের সুস্থ কোষগুলো একেবারেই অক্ষত থাকে।
এর মানে দাঁড়াচ্ছে—আর নেই কেমোথেরাপির ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া যেমন চুল পড়া, বমি, বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়া। বরং নিরাপদ, দ্রুত ও নির্ভুল চিকিৎসা হবে শুধু আলোর মাধ্যমে।
গবেষকরা বলছেন, ভবিষ্যতে ক্যান্সারের দীর্ঘমেয়াদি কেমো সেশনের পরিবর্তে কয়েকটি আলো সেশনের মাধ্যমেই রোগীকে সুস্থ করা সম্ভব হবে। এ পদ্ধতি শিগগিরই মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সফল হলে চিকিৎসা জগতে এক নতুন যুগের সূচনা হবে—যেখানে রাসায়নিক নয়, লক্ষ্যভিত্তিক শক্তি দিয়েই (targeted energy) ক্যান্সার জয় সম্ভব হবে।
বিশেষজ্ঞদের মতে, এটি শুধু চিকিৎসা নয়, বরং মানবজাতির জন্য ক্যান্সার মোকাবিলায় এক বৈপ্লবিক বিপ্লব হতে যাচ্ছে।