স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে শেষ পর্যন্ত ২-০ গোলে জিতেছে আর্সেনাল। ডেকলান রাইসের গোলের পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করা গোলটি আসে বুকায়ো সাকার নৈপুণ্যে। আর্সেনালের জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে নামা ইংলিশ তারকা উইঙ্গার মাইলফলকের ম্যাচটি গোল করেই রাঙালেন।
এদিকে নতুন কোচ নিয়োগ দিয়েও জয়ের দেখা পাচ্ছে না ওয়েস্ট হ্যাম। নটিংহ্যাম ফরেস্ট থেকে বহিষ্কার হওয়া নুনো এস্পিরিতো সান্তোর কোচিংয়ে প্রথম ম্যাচে এভারটনের মাঠে ১-১ গোলে ড্র করার পর এবার আর্সেনালের বিপক্ষে হারল তারা।
ওয়েস্ট হ্যামের বিপক্ষে এই জয়ে আপাতত শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। ৭ ম্যাচে মিকেল আর্তেতার দলের সংগ্রহ ১১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লিভারপুল। আর লিগে ২০২৫-২৬ মৌসুমের ৭ ম্যাচের পাঁচটিতেই হেরে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে গিয়ে ঠেকল ওয়েস্ট হ্যাম। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ১৯ নম্বরে।
এমিরেটস স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৬৮ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখে আর্সেনাল। বিপরীতে মাত্র চারটি শট নিয়ে একটিও গোলমুখে রাখতে পারেনি নুনো সান্তোসের ওয়েস্ট হ্যাম।
৩৮ মিনিটে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন ডেক্লান রাইস। এবেরেচি েএবের জোরালো শটটা ঠিকঠাক ক্লিয়ার করতে ব্যর্থ হন ওয়েস্ট হ্যামের গোলকিপার আলফনসে এরোয়েলা। বল পেয়ে যান রাইস। সুযোগটা হাতছাড়া করেননি ইংলিশ মিডফিল্ডার। ঠাণ্ডা মাথায় দারুণ এক হাফ-ভলিতে বল ঠিক গোলপোস্টের মাঝ বরাবর পাঠান তিনি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখে আর্সেনাল। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করার সুযোগ আসে স্বাগতিকদের। মার্টিন জুবিমেনদির পাস থেকে নিখুঁতভাবে বল নিয়ন্ত্রণে নেন জুরিয়েন টিমবার। এরপর বক্সে ঢুকলে আর্সেনালের ডাচ ডিফেন্ডারকে একেবারে অপ্রয়োজনীয়ভাবে ধাক্কা দিয়ে বসেন ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার মালিক ডায়োফি। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
পেনাল্টি স্পট থেকে বুকায়ো সাকা এগিয়ে এসে একটুখানি দুলে প্রতিপক্ষ গোলকিপারকে বিভ্রান্ত করেন, এরপর একদম নিখুঁত শটে বল পাঠান ডানদিকের নিচু কোণে। আর তাতেই ২০০তম ম্যাচে গোল পেয়ে গেলেন ইংলিশ উইঙ্গার।