বাংলাদেশে জমির মালিকানা প্রমাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো নামজারি সনদ। জমি রেজিস্ট্রির পরপরই এটি করতে হয়, যাতে সরকারিভাবে মালিক হিসেবে স্বীকৃতি পাওয়া যায়। তবে অনেক ক্রেতা বা মালিক ছোটখাটো ভুলের কারণে আবেদন বাতিলের সম্মুখীন হচ্ছেন।
ভূমি বিশেষজ্ঞদের মতে, নিচের ১০টি সাধারণ ভুল বা অসতর্কতার কারণে নামজারি বাতিল হয়ে থাকে।
১. দাগ নম্বরে ভুল
জমির পরিচয় নির্ধারণে দাগ নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল দাগ নম্বর থাকলে নামজারি বাতিল হয়।
করণীয়: দলিলের আগে খতিয়ান দেখে সঠিক দাগ নম্বর যাচাই করুন।
২. চৌহত্তিতে ভুল
চৌহত্তি বা মালিকানা বিবরণ, দাগ, মৌজা, সাবেক মালিকের নাম ইত্যাদিতে ভুল থাকলে নামজারি হয় না।
করণীয়: অভিজ্ঞ দলিল লেখকের মাধ্যমে দলিল তৈরি করুন এবং প্রতিটি তথ্য যাচাই করুন।
৩. ভোটার আইডি ও দলিলের নামের অমিল
ভোটার আইডি ও দলিলের নাম মেলাতে হবে।
করণীয়: প্রয়োজন হলে নাম সংশোধন করে মেলান।
৪. মালিকানা ধারাবাহিকতায় ভুল
সিএস, এসএ, আরএস রেকর্ড অনুযায়ী মালিকানা ইতিহাস ঠিক না থাকলে নামজারি বাতিল হয়।
করণীয়: ২৫ বছরের ধারাবাহিকতা যাচাই করে দলিলে লিখুন।
৫. খতিয়ান নম্বরে অমিল
দলিলে থাকা খতিয়ান নম্বর রেকর্ডের সঙ্গে না মিললে আবেদন গ্রহণযোগ্য হয় না।
করণীয়: সর্বশেষ রেকর্ড অনুযায়ী খতিয়ান নম্বর ঠিক করুন।
৬. জমি পূর্বে অন্যের নামে নামজারি হওয়া
একই জমি একাধিকবার বিক্রি হলে বা সীমার বাইরে বিক্রি হলে নামজারি বাতিল হয়।
করণীয়: জমি কেনার আগে নামজারি রেকর্ড ও দাগ নম্বর যাচাই করুন।
৭. অর্পিত সম্পত্তি থাকা
সরকারি নিয়ন্ত্রিত জমি ভুলবশত বিক্রি করলে নামজারি বাতিল হয়।
করণীয়: ভূমি অফিস থেকে জমির অবস্থা যাচাই করুন।
৮. খাস জমি থাকা
ব্যক্তিগত জমির মাঝে যদি খাস জমি থাকে, সেখানে নামজারি হয় না।
করণীয়: প্রতিটি অংশ খতিয়ান ও দাগ অনুযায়ী পরীক্ষা করুন।
৯. নদীভাঙন বা সরকারি খাস জমির অংশ থাকা
প্রাকৃতিক বা সরকারি খাস জমি থাকলে নামজারি বাতিল হয়।
করণীয়: জমির ভৌগোলিক ও আইনি অবস্থা মাঠ পর্যায়ে যাচাই করুন।
১০. অংশের বেশি জমি বিক্রি করা
ওয়ারিশানদের কেউ কেউ নিজের অংশের চেয়ে বেশি জমি বিক্রি করলে ক্রেতা সমস্যায় পড়ে।
করণীয়: বন্টননামা ও ওয়ারিশ সনদ দেখে বিক্রেতার বিক্রয় ক্ষমতা যাচাই করুন।
নামজারি বাতিল হলে করণীয়
১. উপজেলা ভূমি অফিসে গিয়ে বাতিলের কারণ জেনে নিন
২. সংশোধন করে পুনরায় আবেদন করুন
৩. দালাল বা অনিয়মের মাধ্যমে কাজ করাবেন না
৪. প্রয়োজনে অভিজ্ঞ আইনজীবী বা ভূমি অফিসের সহায়তা নিন
সতর্কতা
নামজারি হলো জমির বৈধ মালিকানার প্রমাণ। এ ছাড়া জমির ওপর ভবিষ্যতে আইনি অধিকার হারানোর ঝুঁকি থাকে। তাই জমি কেনার আগে দলিল, দাগ, খতিয়ান ও মালিকানা ইতিহাস ভালোভাবে যাচাই করা অত্যাবশ্যক।