শিরোনাম
◈ ইয়েমেন থেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বন্ধ ইসরাইলি বিমানবন্দর ◈ পুলিশ কর্মকর্তা শামিমের ওপর চাঁদাবাজদের হামলা, গ্রেফতার ৭ ◈ ভেনিজুয়েলাকে ঘি‌রে ফে‌লে‌ছে আ‌মে‌রিকা, চারপাশে ব্যাপক সেনা মোতায়েন, পাল্টা জবাব দি‌তে প্রস্তুত নি‌কোলাস মাদু‌রো ◈ খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন ◈ কী হ‌বে আজ? বাংলা‌দেশ হার‌বে না‌কি আফগানিস্তানকে হোয়াইটওয়াশ কর‌বে ◈ এবার প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, থানায় জিডি ◈ জওহরলাল নেহরু স্টেডিয়া‌মে কুকুর, কামড় দি‌লো দুই বি‌দে‌শি কোচ‌কে, আতঙ্ক বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে! ◈ শেরপুরে ৫ উপজেলায়  এক পৌরসভায় জামায়াতের প্রার্থী ঘোষণা ◈ পাচার করা হবে এমন তরুণীদের পাসপোর্ট করা হয় মাত্র ৪ ঘণ্টায়! ◈ ইং‌লিশ লি‌গে জয়ে ফিরলো ম্যান‌চেস্টার ইউনাইটেড

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৮:৫৩ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

সবশেষ লা লিগা ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এবার আর ভুল করেনি তারা। ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে ফের চূড়ায় উঠেছে লস ব্লাঙ্কোস।

শনিবার (৪ অক্টোবর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে জয় পায় রিয়াল। ভিনি করেন জোড়া গোল, আর একটি গোল করেন এমবাপ্পে।

আতলেতিকোর কাছে ৫-২ গোলের হার রিয়ালের অপরাজেয় যাত্রায় ছেদ ফেলেছিল। তবে এরপর চ্যাম্পিয়ন্স লিগে কাইরাতকে ৫-০ গোলে বিধ্বস্ত করে আত্মবিশ্বাস ফিরে পায় তারা। তার ধারাবাহিকতায় ভিয়ারিয়ালকেও হারাল সহজেই।

পুরো ম্যাচেই আধিপত্য ছিল রিয়ালের। ৭০ শতাংশ সময় বল দখলে রেখে তারা নিয়েছিল ২৬টি শট, যার ৭টি ছিল লক্ষ্যে। প্রথমার্ধে যদিও দুই দলই গোলশূন্য ছিল।

২২তম মিনিটে এমবাপ্পের পাস থেকে মাস্তানতুয়োনোর শট ঠেকিয়ে দেন রেনাতো ভেইগা। ৪১ মিনিটে ভিয়ারিয়ালও গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু থিবো কোর্তোয়ার দারুণ সেভে বেঁচে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৭ মিনিটে) এগিয়ে যায় রিয়াল। এমবাপ্পের ফ্লিক থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে গোল করেন ভিনিসিউস। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এর আগে রাফা ম্যারিন তাকে ফাউল করেছিলেন।

৭৩ মিনিটে দুর্দান্ত শটে ব্যবধান কমান ভিয়ারিয়ালের মিকাউতাদজে। কিন্তু এরপরই সান্তিয়াগো মরেনো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে নামে ভিয়ারিয়াল।

৮১ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে ম্যাচের তৃতীয় গোল করেন এমবাপ্পে, যা লিগে তার নবম গোল। তবে এরপরই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তারা এখন লা লিগা টেবিলের শীর্ষে। বার্সেলোনা ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়