শিরোনাম
◈ জ্বর হলেই ডেঙ্গুর পরীক্ষা করানোর পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের ◈ পে স্কেল কাঠামোর বাইরে রয়েছেন যারা ◈ শীঘ্রই ফিরবেন শেখ হাসিনা, কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন তারেক রহমান, কে আগে ফিরবেন: গোলাম মাওলা রনি ◈ এবার বিদেশি ইউটিউবার মোহাম্মাদপুরের ভয়াবহতার চিত্র তুলে ধরলো (ভিডিও) ◈ আফগা‌নিস্তান‌কে হোয়াইটওয়াশ করে ছাড়‌লো বাংলা‌দেশ ◈ প্রস্তাবিত রোডম্যাপ: গাজা থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের পরিকল্পনা প্রকাশ ◈ জনপ্রশাসনে বড় পরিবর্তন: উপসচিব থেকে সচিব পর্যন্ত নতুন কাঠামো ◈ বিএনপির কাছে শতাধিক আসন চায় মিত্র দলগুলো, চলছে দর-কষাকষি ◈ বাংলাদেশ ব্যাংকের ১৯ কর্মকর্তার তথ্য চেয়েছে দুদক ◈ ‌বি‌সি‌বির নির্বাচন সোমবার, ক্রীড়া উপদেষ্টা খেলাধুলার জন‌্য পর্যাপ্ত সময় ব‌্যয় ক‌রেন: বুলবুল

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৫:১০ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপের বিতর্ক নারী বিশ্বকাপেও, হাত মেলান‌নি ভারত-পা‌কিস্তান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলালেন না ভার‌তের অ‌ধিনায়ক হরমনপ্রীত কৌর। মহিলাদের এক দিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আগ্রহ বেড়েছিল গত এশিয়া কাপের বিতর্কের পর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে সূর্যকুমার যাদবের মতো হরমনপ্রীতও এড়িয়ে গেলেন পাক অধিনায়ককে।

টসের জন্য বেশ কিছু ক্ষণ পাশাপাশি দাঁড়িয়ে থাকলেও ফতিমার দিকে ফিরেও তাকালেন না হরমনপ্রীত। তবে কোনও একটি ঘটনায় দুই অধিনায়ককেই হাসতে দেখা গিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগেই হরমনপ্রীতদের পরামর্শ দিয়েছিল পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর। -- আনন্দবাজার

সেই মতো হরমনপ্রীত হাত মেলাননি ফতিমার সঙ্গে। তবে টসের সময় পরিবেশ ছিল তুলনায় হালকা। অন্তত গত এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের তুলনায় অনেকটাই স্বাভাবিক ছিল পরিবেশ। সম্ভবত অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিলেন আয়োজকেরা। কারণ দু’দলের কোনও অধিনায়ককেই করমর্দন করার উদ্যোগ নিতে দেখা যায়নি।

 এশিয়া কাপে সূর্যকুমারেরা মুখোমুখি হয়েছিলেন সলমন আলি আঘার দলের। তিনটি ম্যাচেই জিতেছে ভারতীয় দল। ফলে টানা চারটি রবিবার ২২ গজে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। সূর্যকুমারদের মতো হরমনপ্রীতেরাও জয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন কিনা, তা জানার জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। তবে এশিয়া কাপের বিতর্ক বিশ্বকাপেও অব্যাহত থাকল।

এশিয়া ফাইনালের পর ভারতীয় দলকে ট্রফি দেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভি। সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাক ক্রিকেট সম্পর্কেরও অবনতি হয়েছে। ফলে মহিলাদের বিশ্বকাপের এই ম্য়াচ ঘিরেও ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। ম্যাচ শুরুর আগেই ফতিমার সঙ্গে হাত না মিলিয়ে হরমনপ্রীত বুঝিয়ে দিলেন দ্বিপাক্ষিক সম্পর্কের আঁচ এখনও কমেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়