শিরোনাম
◈ জ্বর হলেই ডেঙ্গুর পরীক্ষা করানোর পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের ◈ পে স্কেল কাঠামোর বাইরে রয়েছেন যারা ◈ শীঘ্রই ফিরবেন শেখ হাসিনা, কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন তারেক রহমান, কে আগে ফিরবেন: গোলাম মাওলা রনি ◈ এবার বিদেশি ইউটিউবার মোহাম্মাদপুরের ভয়াবহতার চিত্র তুলে ধরলো (ভিডিও) ◈ আফগা‌নিস্তান‌কে হোয়াইটওয়াশ করে ছাড়‌লো বাংলা‌দেশ ◈ প্রস্তাবিত রোডম্যাপ: গাজা থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের পরিকল্পনা প্রকাশ ◈ জনপ্রশাসনে বড় পরিবর্তন: উপসচিব থেকে সচিব পর্যন্ত নতুন কাঠামো ◈ বিএনপির কাছে শতাধিক আসন চায় মিত্র দলগুলো, চলছে দর-কষাকষি ◈ বাংলাদেশ ব্যাংকের ১৯ কর্মকর্তার তথ্য চেয়েছে দুদক ◈ ‌বি‌সি‌বির নির্বাচন সোমবার, ক্রীড়া উপদেষ্টা খেলাধুলার জন‌্য পর্যাপ্ত সময় ব‌্যয় ক‌রেন: বুলবুল

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৫:০৫ বিকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মেজর লিগ সকা‌রে ৪-১ গো‌লে জিত‌লো মেসির ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক : আ‌র্জেন্টাইন লিও‌নেল মে‌সি দুই ম্যাচ পর ইন্টার মায়ামি জয়ে ফেরার রাতে গোলের দেখা পাননি। তবে আর্জেন্টাইন মহাতারকা অবদান রেখেছেন তিনটি গোল বানিয়ে দিয়ে।

মেজর লিগ সকারে (এমএলএস) বাংলাদেশ সময় রোববার সকালে শেষ হওয়া ম্যাচে নিউ ইংল্যান্ড রেভোলুশনকে ৪-১ গোলে উড়িয়ে দেয় মায়ামি। দুটি করে গোল করেন আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আইয়েন্দে এবং মেসির দীর্ঘদিনের সতীর্থ জর্দি আলবা।

চলতি মৌসুমে এমএলএসে ২৪টি গোল ও ১৭ অ্যাসিস্ট হলো মেসির। তার এই ৪১টি গোলে অবদান লিগে এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে ৪৯টি গোলে (৩৪ গোল ও ১৫ অ্যাসিস্ট) অবদান রাখার রেকর্ড মেক্সিকোর ফরোয়ার্ড কার্লোস ভেলার।

৩২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির বাড়ানো বল থেকে দলের প্রথম গোল করেন আইয়েন্দে। ৪৫তম মিনিটে বল জালে পাঠান মেসি। কিন্তু অফসাইডের কারণে গোল হয়নি।

প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের ভেতর জাদু দেখিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের বিভ্রান্ত করে মেসি বল দেন আলবাকে। ভারসাম্য হারিয়েও বল জালে পাঠাতে পারেন স্প্যানিশ এই ডিফেন্ডার।

৬০তম মিনিটে মেসির সহায়তায় আবার স্কোরশিটে নাম তোলেন আইয়েন্দে। মাঝমাঠ থেকে উঁচু করে বল বাড়ান মেসি। সেটি ধরে বক্সের ভেতর ঢুকে গোল করেন আইয়েন্দে। এর মিনিট তিনেক পর দলের শেষ গোলটি করেন আলবা।

ইস্টার্ন কনফারেন্সে ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে মায়ামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়