স্পোর্টস ডেস্ক : এনসিএল টি-টোয়েন্টিতে শনিবার দিনের প্রথম ম্যাচে রংপুর বিভাগকে ৪ উইকেটে হারিয়েছে রাজশাহী। আগে ব্যাট করে ১৪৩ রানে অলআউট হয় রংপুর। জবাবে পাওয়ার প্লেতে ৫ উইকেট হারালেও শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতেই জিতে যায় রাজশাহী।
রান তাড়া করতে নেমে পাওয়ার প্লের ছয় ওভারে মাত্র ২৯ রান করতে ৫ উইকেট হারায় রাজশাহী। এর মধ্যে ষষ্ঠ ওভারের প্রথম তিন বলে হাবিবুর রহমান সোহান, এসএম মেহেরব হাসান ও প্রিতম কুমারকে আউট করেন আবু হাশিম। -- টি স্পোর্টস
তবে তিন বলে তিন উইকেট নিলেও হ্যাটট্রিক হয়নি বাঁহাতি স্পিনারের। কারণ সোহানকে এলবিডব্লিউ করার পর একটি 'ওয়াইড' বল করে বসেন তিনি। যে কারণে পরের দুই বলে মেহেরব ও প্রিতমকে আউট করেও লাভ হয়নি।
ওই ওভারের আগেই ড্রেসিং রুমে ফেরেন সাব্বির হোসেন ও মিজানুর রহমান। ফলে মনে হচ্ছিল, সহজ জয়ই হয়তো পাবে রংপুর।
তবে সেখান থেকে ষষ্ঠ উইকেটে ৬১ বলে ৭৪ রানের জুটি গড়েন সাব্বির রহমান ও শাকির। দলকে একশ পার করিয়ে আউট হন ২ চার ও ১ ছক্কায় ৩৫ বলে ৩৫ রান করা সাব্বির রহমান।
তখনও জয় থেকে ৪২ রান দূরে রাজশাহী। বল বাকি ছিল ২৬টি। তবে শাকির ও নিহাদের ঝড়ে ২৪ বলে তা করে ফেলে দলটি।
২ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন শাকির। আর নিহাদের ব্যাট থেকে আসে ২টি করে চার-ছক্কায় ১৪ বলে ২৭ রান। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নেন হাশিম।
এর আগে ম্যাচের প্রথম ইনিংসে পাওয়ার প্লের মধ্যে ৪ উইকেট হারায় রংপুর। পরে দলকে দেড়শর কাছে নিয়ে যান ইকবাল হোসেন। ৩ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ৫০ রান করেন তিনি।
এছাড়া অধিনায়ক আকবর আলি ২০ বলে ২৮ ও অভিজ্ঞ নাঈম ইসলাম ১৫ বলে করেন ২০ রান। রাজশাহীর পক্ষে মাত্র ২৩ রানে ৩ উইকেট নেন অধিনায়ক সাব্বির হোসেন।
৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রাজশাহী। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে চারে রংপুর।