শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ১২:০১ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পে ডোনাল্ড ট্রাম্পের খবরদারি চলবে না : ফিফা

স্পোর্টস ডেস্ক : বিশ্ব রাজনীতিতে খবরদারি করা ডোনাল্ড ট্রাম্প হয়তো ভুলে গেছেন, ফিফা তার অধীনস্থ কোনো সংস্থা নয়। বিশ্ব ফুটবলকে নিয়ন্ত্রণ করা প্রভাবশালী সংগঠনের সিদ্ধান্তের একমাত্র তাদেরই এখতিয়ার।

সম্প্রতি ২০২৬ বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন নিয়ে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যা ভালোভাবে নেয়নি ফিফার বোর্ড মেম্বাররা। সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত ফিফার শীর্ষ পর্যায়ের বোর্ড সভায় এই বিষয় নিয়ে হয়েছে আলোচনা। সভা শেষে বিষয়টি নিয়ে কথা বলেন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ভাইস প্রেসিডেন্ট। ভেন্যু পরিবর্তন নিয়ে চলমান গুঞ্জনেরও খোলাশা করেন তিনি। -- সময়‌নিউজ

ভিক্টর মন্টাগলিয়ানি বলেন, ‘কোনো প্রেসিডেন্ট, সিনেটর বা কংগ্রেস সদস্য কি বললো, সেটা নিয়ে যদি আমি সব সময় মন্তব্য করি, তাহলে আমি আমার কাজটি করছি না। আমি বরং এটা ফোকাস করছি তারা কি বলতে চাচ্ছে। বাস্তবতা হলো ১৬টি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং তা প্রস্তুত করা নিয়ে ব্যস্ত আছি। কিক অফ টাইম নিয়ে যদি প্রশ্ন করেন তাহলে আমি উত্তর দিতে পারি। এই বিষয়টি নিয়ে আমরা ভাবছি। আমেরিকা, কানাডায় গ্রীষ্মকালে অনেক গরম পড়ে। ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আসতে পারে। সেটা নিয়ে আমরা আলোচনা করছি কীভাবে সম্প্রচারের বিষয়টি বিবেচনায় রেখে ম্যাচের সময় নির্ধারণ করতে পারি। আর এসব বিষয়ের সিদ্ধান্ত ফিফা জানিয়ে দিবে।

বিশ্বসম্প্রদায়ের চোখের সামনে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। হানাদাররের হামলায় প্রাণ গেছে ফিলিস্তিনের পেলে খ্যাতো ফুটবলার সুলেইমান আল ওবেদের। যা চোখ এড়ায়নি ফিফার। 

বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ 'আই'তে তৃতীয় স্থানে আছে ইসরাইল। মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি উঠেছে। বিষয়টি উয়েফার উপর ছেড়ে দিয়েছে ফিফা।
 
ফিফার সহ-সভাপতি বলেন, ‘প্রথমত এটি উয়েফার ব্যাপার। কারণ দেশটি উয়েফার সদস্য। এটা ছাড়াও অন্য কোনো কারণেও যদি কোনো সমস্যা চলমান থাকে, তা যেভাবে আমি পর্যবেক্ষণ করি এটিও ঠিক সেভাবে দেখছি। যাই হোক, এটি শুধু আপনার গণমাধ্যমের প্রথম পাতার খবর হিসেবে নয়। বরং এই বিষয়টি উয়েফাকে মোকাবিলা করতে হবে। এবং তারা যে সিদ্ধান্ত নেবে আমরা তার সম্মান করব এবং মেনে নেব।

সব ঠিক থাকলে আগামী বছর ১১ জুন মাঠে গড়াবে বিশ্বকাপের ২৩তম আসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়