শিরোনাম
◈ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রমজান আমদানিতে সহজ নীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের ◈ দিল্লিতে বিস্ফোরণ, বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করছে: তৌহিদ হোসেন ◈ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার ◈ ব্রাজিলের রোনালদো বল‌লেন, ক্রিশ্চিয়ানো ‌রোনাল‌দো সর্বকালের সেরা নয় ◈ কথা দিচ্ছি, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেয়া হবে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ কার্যক্রম নিষিদ্ধ একটি দল ঢাকায় ১১ দিনে ১৭ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে: ডিএমপি কমিশনার (ভিডিও) ◈ ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট তৈরির লক্ষ্যে বিএনসিসি সম্প্রসারণের পরিকল্পনা ◈ আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের ◈ প্রশাসনের ৬ কর্মকর্তা পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ◈ যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচনে নেই: জামায়াত আমির (ভিডিও)

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৯:৩০ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনার মজুতের দিক থেকে এশিয়ার শীর্ষ দেশগুলোর তালিকা

সোনা শুধু অলঙ্কার নয়, বরং বিনিয়োগের বিশ্বস্ত স্থান। প্রতিদিনই রেকর্ড গড়ছে সোনার দাম। বিশ্বব্যাপী এই হলদে ধাতুর চাহিদা দেখার মতো। এশিয়ার কোন দেশের কাছে আছে সবথেকে বেশি সোনা জানেন?

সোনার ভাণ্ডারের পরিমাণ অনুযায়ী এশিয়ায় সবথেকে বেশি সোনা মজুত রয়েছে চিনে। লাল ড্রাগনের দেশে রয়েছে প্রায় ২,২৬৩ মেট্রিক টন সোনা। চিনের অর্থনীতিতেও সোনার গুরুত্ব অনেক।

সোনা মজুতের পরিমাণে তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে ভারত। এ দেশে সোনার কদর সমস্ত ধাতুর থেকে সবচেয়ে বেশি। উৎসবে, অনুষ্ঠানে সোনা কেনার প্রচলন এ দেশে বরাবরই রয়েছে। আর্থিক পরিস্থিতি অনুযায়ী যে কোনও শ্রেণির মানুষের কাছেই দারুণ প্রিয় সোনা। অলঙ্কারের মাধ্যম হিসেবে সোনাই সবথেকে প্রিয়। এরকম সোনা প্রেমী দেশে মজুত ৮৫৪ মেট্রিক টন সোনা।

চিন ও ভারতের পরেই জাপানের স্থান। সে দেশে মজুত রয়েছে ৮৪৬ মেট্রিক টন সোনা।

সোনার মজুতের হিসাব অনুযায়ী এর পরেই আসে পশ্চিম এশিয়ার দেশগুলির নাম। তার মধ্যে সোনার ভাণ্ডারের পরিমাণ অনুযায়ী সবথেকে ধনী তুরস্ক। সে দেশে ৫৯৫ মেট্রিক টন সোনা রয়েছে।

তাইওয়ানও সোনা মজুদের পরিমাণে খুব পিছিয়ে নেই। আয়তনে ক্ষুদ্র এই দেশেও রয়েছে ৪২৩ মেট্রিক টন সোনা।

সপ্তম স্থানে রয়েছে খনিজ তেলের বাদশা সৌদি আরব। সে দেশেও প্রচুর পরিমাণে মজুত রয়েছে সোনা।

সোনার তালিকায় অষ্টমে রয়েছে কাজাখস্তান। এই দেশে ২৯৬ মেট্রিক টন সোনা মজুদ রয়েছে। সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়