শিরোনাম
◈ সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোতে বড় পরিবর্তনের আভাস ◈ দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ, ভরি কত? ◈ নৌবাহিনীর ১৭ যুদ্ধজাহাজ মোতায়েন মা ইলিশ রক্ষায় ◈ বাংলাদেশ মানবপাচার-বিরোধী পদক্ষেপ জোরদার করেছে: মার্কিন টিআইপি রিপোর্ট ◈ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় চীন : শি জিনপিং ◈ মার্শের সেঞ্চুরি, নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া ◈ এন‌সিএল, ৩ বলে ৩ উইকেট হারা‌নোর প‌রেও জিত‌লো রাজশাহী  ◈ সউদী রাষ্ট্রদূতের প্রেমে পড়ে বিপর্যস্ত সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ মেঘনা আলমের: ইন্ডিপেন্ডেন্ট ইউকের প্রতিবেদন ◈ কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে: নাহিদ ইসলাম ◈ বাংলাদেশ-চীনের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৫:৪৯ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শুভমান গিল ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মাকে সরিয়ে ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে নতুন দায়িত্ব শুরু করবেন এই টপ-অর্ডার ব্যাটার।

শনিবার গিলকে অধিনায়ক করে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে ভারত। অধিনায়কত্ব হারালেও দলে আছেন রোহিত। একই সঙ্গে এই সিরিজ দিয়ে ভারত দলে ফিরছেন বিরাট কোহলিও। এই দুই অভিজ্ঞ ব্যাটার গত মার্চে চ্যাম্পিয়নস ট্রফিতে জাতীয় দলের জার্সিতে সবশেষ মাঠে নেমেছিলেন। 

অন্যদিকে ওয়ানডে দলে না থাকলেও টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে অভিজ্ঞ পেসার যশপ্রীত বুমরাহকে।

ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে দল গুছিয়ে নিতে পর্যাপ্ত সময় দেওয়ার জন্য গিলকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২১ সালের ডিসেম্বর থেকে পূর্ণ মেয়াদে ভারতের ওয়ানডে দলের নেতৃত্বে ছিলেন রোহিত। সব মিলিয়ে ডানহাতি এই ওপেনারের অধীনে খেলা ৫৬ ওয়ানডের মধ্যে ৪২টিতেই জয় পেয়ে ভারত। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দলকে ২০১৮ এশিয়া কাপ এবং পূর্ণ মেয়াদের দায়িত্বে ২০২৩ এশিয়া কাপ জেতান তিনি।

রোহিতের নেতৃত্বে একই বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও খেলে ভারত। সবশেষ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জয় দিয়ে শেষ হলো অধিনায়ক হিসেবে তার যাত্রা।

এর আগে গত মে মাসে অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেট থেকে রোহিতের অবসরের পর ভারতের সাদা পোশাকের দলের নেতৃত্ব পান গিল। ২৬ বছর বয়সী এই ব্যাটারের অধীনে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট ২-২ সমতায় শেষ করে ভারত। টি-টোয়েন্টি দলে সহ-অধিনায়কের দায়িত্বে আছেন গিল।

অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে টেস্ট ও টি-টুয়েন্টি থেকে অবসর নেওয়া রোহিত ও কোহলি সাত মাস পর ভারতের হয়ে মাঠে নামতে যাচ্ছেন। আগামী ১৯ অক্টোবর পার্থে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। পরের দুই ম্যাচ অ্যাডিলেইডে (২৩ অক্টোবর) ও সিডনিতে (২৫ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এরপর সেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওয়ানডে দল----

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্শিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, ধ্রুব জুরেল, যশস্বী জয়সোয়াল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল----

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, নিতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, বরুণ চক্রবর্তী, যশপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হার্শিত রানা, সাঞ্জু স্যামসন, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়