স্পোর্টস ডেস্ক : ক'দিন আগে টি-টোয়েন্টি ক্রিকেটে নেপালের কাছে হোয়াইটওয়াশ হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। এবার তারা টেস্ট ক্রিকেটেও দৈণ্যতার মধ্যে। সিরিজের প্রথম টেস্টে তারা ভারতের বিরুদ্ধে খেলতে নেমে দিশাহারা। পাঁচ দিনের টেস্ট আড়াই দিনেই খতম। শুক্রবার দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৪৪৮ রান।
শনিবার তৃতীয় দিন আর ব্যাটিংয়ে নামেনি স্বাগতিকরা। ইনিংস ঘোষণা দিয়ে সফরকারীদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে পাঠায়।
২৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসেও ন্যূনতম লড়াই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। রবীন্দ্র জাদেজার ঘূর্ণি ও মোহাম্মদ সিরাজের তোপে দাগানো বোলিংয়ে ১৪০ রানে গুটিয়ে যায় তারা। উইন্ডিজরা প্রথম ইনিংসে করেছিল ১৬২ রান।
স্যার গারফিল্ড সোবার্স, ব্রায়ান লারা, ভিভ রিচার্ডসদের ওয়েস্ট ইন্ডিজ যেন টেস্ট খেলাটাই ভুলে গেছে! নিজেদের সবশেষ ১৫ ইনিংসের মধ্যে ১৩তম বার দুইশো রানের মধ্যে অলআউট হয়েছে তারা। এর মধ্যে বাকি দুটি ইনিংসে শুধু ২০০-এর বেশি রান করেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৭ রানে গুটিয়ে গিয়েছিল তারা।
ভারত সফরে সবশেষ পাঁচ টেস্টের মধ্যে চারটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। একটি টেস্টে হেরেছে ১০ উইকেটে। কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস, ম্যালকম মার্শালদের সমৃদ্ধ ইতিহাসের কথা ভাবলে, বর্তমান দলের বোলিং আক্রমণ শুধুই ‘ভোঁতা’!
দ্বিতীয় ইনিংসে প্রথম ছয় ব্যাটারের মধ্যে চারজনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ অলিক আথানাজে ৩৮ রান করেছেন। শেষ দুই ব্যাটার জেডন সিলস ২২ ও ইয়োহান লেইন করেন ১৪ রান।
ব্যাট হাতে দুর্দান্ত সেঞ্চুরির পর বোলিংয়েও ওয়েস্ট ইন্ডিজকে ভুগিয়েছেন জাদেজা। শিকার করেছেন ৪ উইকেট। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ১০৪ রান করে ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন এই অলরাউন্ডার।
তার আগে লোকেশ রাহুলের ১০০, ধ্রুব জুরেলের ১২৫ ও জাদেজার ১০৪ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৪৮ রান করে ভারত। এখন দেখার পালা পরবর্তী টেস্টে কী করে তারা।