স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেনের অলরাউন্ড নৈপুণ্যের এনসিএল টি টোয়েন্টিতে জয়ে ফিরেছে রংপুর। উড়তে থাকা চিটাগং কিংসকে ৫ উইকেটে হারিয়েছে তারা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম খেলায় টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৩৮ রান তোলে চিটাগং। জবাব দিতে নেমে ২ ওভার ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে রংপুর। আসরে এটি তাদের দ্বিতীয় জয়।
রান তাড়ায় নেমে শুরুতে অনিকের উইকেট হারালেও জাহিদ জাভেদ-নাসির হোসেন জুটি দলকে ৭২ রানের পার্টনারশিপ উপহার দেয়। নাসির হোসেন এদিন ওয়ানডাউনে প্রমোশন পান। আসরে এর আগে লোয়ার এন্ডে ব্যাট করেছেন তিনি। তাতে তার থেকে উপকৃত হয়নি দল। তবে আজ উপরে উঠতেই খেললেন ৩২ বলে ৪৩ রানের ইনিংস।
দলীয় ১২.৩ ওভার নাসির ফিরলে ব্যাকফুটে চলে যায় রংপুর। ১২ রানের মধ্যে ৪ উইকেট পড়ে যায়। তবে এসব সামাল দেন অধিনায়ক আকবর আলী (২৬) ও ইকবাল হোসেন (১৬)।
এর আগে চিটাগংয়ের আমন্ত্রণে ব্যাটিং করা চিটাগংয়ের একাই হাল ধরেন ইরফান শুক্কুর। উইকেট রক্ষক এই ব্যাটার অপরাজিত থেকে মাঠ ছাড়েন। চলতি পথে ৪৬ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। ১০টি চার-ছক্কা ছিল ইনিংসে।
চিটাগংয়ের ব্যর্থতার মূলে ছিলেন মমিনুল হক ও মাহমুদুল হাসানরা। অভিজ্ঞ এই ব্যাটাররা সুবিধা করতে পারেননি। উদ্বোধনী জুটি থেকে কেবল ২০ রান। আর জয় ব্যক্তিগত ১১ রানে ফেরেন, মনিনুল করেন তার চেয়ে একরান বেশি।
টপঅর্ডারের মতো লোয়ার এন্ডের ব্যাটাররাও হাল ধরতে পারেননি। এক ইয়াসির আলী চৌধুরি চেষ্টা করেছেন। ক্রিজে থেকে দলীয় রান টেনে বড় করার চেষ্টা করে গেছেন। তাতে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৩৮ রান।