শিরোনাম
◈ নির্বাচনের আগেও নয়, ভবিষ্যতেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠছে না: আসিফ নজরুল ◈ ভাষাসৈনিক আহমদ রফিক লাইফ সাপোর্টে ◈ দুবাই শেখ সেক্স পার্টনার খুঁজছেন, তোমার কি কোনো ভালো বন্ধু আছে? চাঞ্চল্যকর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ◈ ডোনাল্ড ট্রাম্প হ‌বেন গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান ◈ ডোনাল্ড ট্রাম্পের জন্য কারাগারই সবচেয়ে উপযুক্ত জায়গা :  কলম্বিয়ার প্রেসিডেন্ট ◈ ‌নেপা‌লের কা‌ছে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ বেশকিছু অভিজ্ঞ ক্রিকেটার ◈ টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকেট লি‌গে বরিশালকে সহজেই হারালো চট্টগ্রাম ◈ আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার: তারেক রহমান ◈ জাপায় ফের অস্থিরতা, প্রতীকের দাবি নিয়ে আবারও লড়াই ◈ প্রথমবার দ্বিপা‌ক্ষিক সি‌রিজ খে‌লে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ কর‌লো নেপাল 

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৭:২৭ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌নেপা‌লের কা‌ছে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ বেশকিছু অভিজ্ঞ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) ২০২৫-২৬ মৌসুমের পুরুষদের আন্তর্জাতিক রিটেইনার চুক্তির তালিকায় বড় পরিবর্তন এনেছে। বেশকিছু অভিজ্ঞ ক্রিকেটারকে চুক্তি থেকে বাদ দেয়া হয়েছে। 

ওয়েস্ট ইন্ডিজের সাবেক টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট, জশুয়া দা সিলভা ও কাভেম হজকে বাদ দিয়ে জাস্টিন গ্রিভস, শেরফান রাদারফোর্ড ও জোমেল ওয়ারিকানকে চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। -- সময়‌নিউজ

পুরুষদের রিটেইনার চুক্তিতে রয়ে গেছেন শাই হোপ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোতি ও জেইডেন সিলস। সিডব্লিউআই-এর ক্রিকেট পরিচালক মাইলস বাসকম্ব জানান, বর্তমান পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাথায় রেখেই এসব চুক্তি প্রদান করা হয়েছে।

এদিকে জুয়েল অ্যান্ড্রু, জেডিয়াহ ব্লেডস ও জোহান লেইন পেয়েছেন স্টার্টার চুক্তি। পাশাপাশি ১৫ জন পুরুষ ও ১৪ জন নারী ক্রিকেটারকে একাডেমী চুক্তি প্রদান করা হয়েছে। নতুন চুক্তি কার্যকর হবে ১ অক্টোবর ২০২৫ থেকে।

ওয়েস্ট ইন্ডিজের ২০২৫-২৬ পুরুষদের চুক্তিতে যারা আছেন
সিনিয়র পুরুষ ক্রিকেটাররা: অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, রস্টন চেইজ, জাস্টিন গ্রিভস, শাই হোপ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, জোমেল ওয়ারিকান।

স্টার্টার চুক্তি: জুয়েল অ্যান্ড্রু, জেডিয়াহ ব্লেডস, জোহান লেইন।

পুরুষদের অ্যাকাডেমি চুক্তি: আখিম অগাস্ট, রায়ান বান্ডু, জেডিয়াহ ব্লেডস, রিভালদো ক্লার্ক, মাভেন্দ্র দিনদিয়াল, জিওভান্তে ডেপেইজা, নাথান এডওয়ার্ড, দামেল ইভলিন, আমারি গুডরিজ, মবেকি জোসেফ, জোহান লেইন, জিশান মোতারা, কেলভিন পিটম্যান, রেনিকো স্মিথ, কার্লন টাকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়