স্পোর্টস ডেস্ক : এখনো আইসিসির পূর্ণাঙ্গ দেশ হয়ে উঠতে পারেনি নেপাল। সহযোগি দেশ হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হওয়া, প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলা। আর তাতেই বাজিমাত করলো নেপাল। প্রথম ২ ম্যাচে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো ৩ ম্যাচের সিরিজে। এবার তাদের নজর ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করা।
প্রথম ম্যাচে ১৯ রানে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৯০ রানের বিশাল ব্যবধানের জয়। যা টেস্ট খেলুড়ে কোনো দেশের সহযোগী সদস্য কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ ব্যবধানে হারের রেকর্ড।
১৭৩ রানের পুঁজি নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে গতকাল (২৯ সেপ্টেম্বর) মাত্র ৮৩ রানে গুটিয়ে দেন নেপাল। দুইবারের সাবেক টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নদের এবার হোয়াইট ওয়াশও করতে চার দলটি।
দ্বিতীয় ম্যাচে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলা ওপেনার আসিফ শেখ যেমনটা বলছিলেন, 'এটা আমাদের জন্য বড় অর্জন। আমরা ৩-০ তে শেষ করতে চাই। নেপালে ক্রিকেট উৎসবের মতো...নেপালের সব সমর্থককে ধন্যবাদ। তাঁরা অনেক দূরদূরান্ত থেকে এসে আমাদের সমর্থন দেন। কৃতিত্বটা তাই তাঁদেরও।’
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে মুখমুখি হবে দুই দল।
ম্যাচ সামনে রেখে নেপাল দলপতি রোহিত পাউডেল বলেন, 'ভালো লাগছে। টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জয় অনেক কঠিন। (প্রথম ম্যাচের) দুই দিন পর দ্বিপক্ষীয় সিরিজ জয় দারুণ ব্যাপার...বিশ্বকে নিজেদের খেলা ও প্রতিভা দেখাতে এই সিরিজ অনেক গুরুত্বপূর্ণ।
গত দুই–তিন বছর ধরে আমরা যেভাবে খেলছি, তাতে অনেকেরই মনোযোগ কাড়তে পেরেছি। আমরা এভাবেই চালিয়ে যেতে চাই এবং টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে বেশি বেশি খেলতে চাই।