শিরোনাম
◈ পাকিস্তান তালেবানে জ‌ড়া‌চ্ছে বাংলা‌দে‌শি তরুণরা, কিন্তু কীভাবে ◈ মানুষকে চেনা যায় তার কঠিন সময়ে নেওয়া সিদ্ধান্ত দিয়ে, ভালো সময়ে নয়: অনুপম খের ◈ যে কারণে বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল ◈ এমবাপ্পের হ্যাটট্রিক, রিয়া‌ল মা‌দ্রিদের দাপ‌টে কাইরাত হার‌লো ৫ গো‌লে ◈ ‘আল্লাহ তুই দেহিস’: জোর করে চুল কেটে দেওয়ার ঘটনায় এক আসামি গ্রেপ্তার ◈ সা‌কিব আল হাসান মন্ট্রিয়াল টাইগার্সের আইকন ক্রিকেটার ◈ ঢাকার ১৫‌টি ক্লাব ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অংশ নিতে পারবে না ◈ ট্রাক প্রবেশ নিয়ন্ত্রণে যানজট, ভোগান্তিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা ◈ খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ‘ধর্ষণের আলামত মেলেনি’: চিকিৎসক ◈ সংকটে থাকা পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণ: গ্রাহকের টাকা কতটা নিরাপদ?

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ১১:৫৯ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

যে কারণে বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো। বিসিবির নির্বাচন থেকে সরে গেলেন তামিম ইকবাল। বুধবার সকালে মিরপুরে বিসিবির কার্যালয়ে এসে তিনি এই নির্বাচন থেকে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বিসিবির নির্বাচনকে ঘিরে ক’দিন ধরে চলে আসা সমঝোতা প্রক্রিয়া আগের রাতে ভেস্তে যাওয়ায় তামিম শেষমেষ এই সিদ্ধান্ত নিলেন।

আজ সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ তিনি বিসিবিতে আসেন। আজ ১ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এই দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া যে কারো বিসিবিতে উপস্থিতি মানেই নির্বাচন থেকে সরে যাওয়া, বিষয়টা বুঝতে বেগ পেতে হয় না।

তামিম যখন এলেন, তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল বিষয়টা। শেষমেশ তাই হলো। তামিম সংবাদ মাধ্যমকে নিশ্চিত করলেন, তিনি বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না আর। 

তামিমের আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমকে বলা, কিংবা তার আগে বিসিবিতে আসা… এসবের আগ থেকেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল তার সরে যাওয়ার। নির্বাচনে ‘সরকারি হস্তক্ষেপের’ প্রতিবাদে আজ অন্তত ১০-১২টি ক্লাবের প্রার্থীরা সরে দাঁড়ানোর খবর মিলছিল বিভিন্ন সূত্র থেকে। এই বিষয়েই গেল রাতে জরুরি সভা বসেছিল। আজ তারই ফল দেখা গেল।

তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কোনো প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। গতকাল বিকেলে আসে এই আদেশ। 

এরপর থেকেই গুঞ্জন শুরু হয় নির্বাচন বয়কটের। যার পর আজ সকালে প্রার্থীতা সরিয়ে নেন তামিম ইকবাল, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুদের মতো আলোচিত প্রার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়