শিরোনাম
◈ পাকিস্তান তালেবানে জ‌ড়া‌চ্ছে বাংলা‌দে‌শি তরুণরা, কিন্তু কীভাবে ◈ মানুষকে চেনা যায় তার কঠিন সময়ে নেওয়া সিদ্ধান্ত দিয়ে, ভালো সময়ে নয়: অনুপম খের ◈ যে কারণে বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল ◈ এমবাপ্পের হ্যাটট্রিক, রিয়া‌ল মা‌দ্রিদের দাপ‌টে কাইরাত হার‌লো ৫ গো‌লে ◈ ‘আল্লাহ তুই দেহিস’: জোর করে চুল কেটে দেওয়ার ঘটনায় এক আসামি গ্রেপ্তার ◈ সা‌কিব আল হাসান মন্ট্রিয়াল টাইগার্সের আইকন ক্রিকেটার ◈ ঢাকার ১৫‌টি ক্লাব ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অংশ নিতে পারবে না ◈ ট্রাক প্রবেশ নিয়ন্ত্রণে যানজট, ভোগান্তিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা ◈ খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ‘ধর্ষণের আলামত মেলেনি’: চিকিৎসক ◈ সংকটে থাকা পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণ: গ্রাহকের টাকা কতটা নিরাপদ?

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ১১:২৫ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২৫, ১২:২০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ঢাকার ১৫‌টি ক্লাব ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অংশ নিতে পারবে না

স্পোর্টস ডেস্ক : দুদকের পর্যবেক্ষণের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খসড়া ভোটার তালিকায় শুরুতে রাখা হয়নি ১৫ ক্লাবকে। বিতর্কিতভাবে কাউন্সিলরের তালিকায় না রাখায় বিসিবির নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেন ক্লাব কর্তারা। 

অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত ১৫টি ক্লাবের কাউন্সিলরশিপ ফেরত দেয়া হয়। চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিতও করে কমিশন।

এরপর মনোনয়ন গ্রহণ ও বাছাই প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। এবার মহামান্য হাইকোর্টের সিদ্ধান্তে ১৫ ক্লাবকে বাদ দেয়া হয়েছে। জানা গেছে তারা বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবে না। আগেই জানা গেছে ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক পদে নির্বাচন করবেন তামিম ইকবাল।

ওল্ড ডিওএইচএস ক্লাবের যুগ্ম সম্পাদক তামিম সহ-সভাপতির দায়িত্বে আছেন গুলশান ক্রিকেট ক্লাবে। বাংলাদেশের সাবেক অধিনায়কের ক্লাবেরও কাউন্সিলরশিপ দেয়া হয়নি শুরুতে। গুলশানের প্রতিনিধি হিসেবে ২৫ সেপ্টেম্বর বিসিবিতে এসেছিলেন তিনি। যেখানে ১৫টি ক্লাবের হয়েই কথা বলেছিলেন।

আদালতের নির্দেশে নির্বাচনে অংশ নিতে পারবে না এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমী, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমী, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমী, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমী, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাবের কাউন্সিলররা।

তাদের মধ্যে সবচেয়ে উল্লেখ্যযোগ্য ভাইকিংস ক্রিকেট একাডেমী। ক্লাবটির কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল ইফতেখার রহমান মিঠুর। এবার তারা আবারও কোনো পদক্ষেপ হাতে নেন কিনা তাই এখন দেখার বিষয়। এই ঘটনার পর বিসিবি নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়