স্পোর্টস ডেস্ক : ক্রিকেট থেকে নির্বাসিত হল আমেরিকা। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে। একাধিক নিয়ম না মানার জন্যই আমেরিকাকে নির্বাসিত করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি।
এক বছর ধরে আমেরিকার ক্রিকেটের উপর নজর রেখেছিল আইসিসি। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকা যে নিয়মগুলি মানেনি বলে আইসিসি জানিয়েছে, তার মধ্যে রয়েছে উপযুক্ত প্রশাসনিক পরিকাঠামো তৈরি করতে না পারা, আমেরিকার অলিম্পিক এবং পারালিম্পিক কমিটির স্বীকৃতি আদায় করতে ব্যর্থ হওয়া এবং আমেরিকা ও আন্তর্জাতিক ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করা। --- আনন্দবাজার
গত টি-টেয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছিল আমেরিকা। তার এক বছরের মধ্যেই নির্বাসিত হতে হল তাদের। এর মধ্যে আমেরিকার মেজর লিগ ক্রিকেট ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলিও টাকা ঢালতে শুরু করেছে।
আমেরিকাকে নির্বাসিত করা হলেও আইসিসি জানিয়ে দিয়েছে তাদের প্রতিযোগিতায় আমেরিকার খেলতে কোনও বাধা নেই। ফলে, আগামী বছর টি-টেয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে আমেরিকা। ২০২৮ সালের অলিম্পিক্স আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। সেখানে ক্রিকেট থাকবে। তার প্রস্তুতি সারতেও আমেরিকার কোনও বাধা নেই বলেই জানিয়ে দিয়েছে আইসিসি।