কাজী রাশেদ,চান্দিনা( কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া-নবাবপুর সড়কটি দীর্ঘদিন ধরে খানা খন্দক ও বিভিন্ন স্থানে পুকুর সদৃশ বড় বড় গর্ত হয়ে আছে। এতে সাধারণ জনগণ সহ রোগীবাহী এম্বুল্যান্স চরম ঝুঁকি নিয়ে চলা চলাচল করছে। কোন কোন স্থানে কাজ চলমান থাকলেও ধীর গতির কারণে দুর্ভোগ আরো বেড়ে গেছে।
সড়কের সংস্কার কাজ দ্রুত করার লক্ষ্যে এলাকার কিছু সচেতন মহল সড়কের পানি ভর্তি গর্ত স্থানে জাল-পলো এবং মাছ নিয়ে
প্রতীকী দাবী জানান। মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর ) দুপুরে চান্দিনার মহিচাইল বাজারের সামনে সড়কে একটি বিশাল গর্তে মোঃ মোছলে উদ্দিন,শাকিল আহমেদ এবং মেহেদি হাসান নামে তিন ব্যক্তি এ প্রতীকী দাবী জানান। তারা বলেন এ সড়কটি দ্রুত সংস্কার করা হউক অথবা পুকুর খনন করে মাছ চাষ করা হউক।