শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সফরে যাওয়া মির্জা ফখরুলকে সুরক্ষা দিয়ে প্রশংসায় ভাসছেন সাবেক শিবির নেতা ◈ বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের ভিসা জটিলতার অভিযোগ, কোন দেশে কী সমস্যা? ◈ রোনালদো ছাড়াই সৌ‌দি কিংস কা‌পে বড় জয় পে‌লো আল নাসর  ◈ এবার সারজিস আলমের নির্বাচন নিয়ে করা মন্তব্যের বিষয়ে যা বললেন প্রেস সচিব শফিকুল আলম ◈ কলকাতায় নির্বাসনে আওয়ামী লীগ: নির্বাচনে ফেরার পথ খুঁজছে হাসিনার দল ◈ যে কারণে নিউইয়র্কের বিমানবন্দরে ফখরুল–আখতাররা ভিভিআইপি সুবিধা পাননি কেন, জানাল প্রেস উইং ◈ এ‌শিয়া কা‌পের সুপার ফো‌রে রাতে ভার‌তের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দেশ ◈ নির্বাচনে নৌকার ভোট লাঙ্গলে পড়বে: আত্মবিশ্বাসী জি এম কাদের ◈ আওয়ামী লীগ বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে বিশ্ব সমর্থনে আশ্বস্ত ড. মুহাম্মদ ইউনূস: প্রেস সচিব ◈ ইরান কখ‌নোই ক্ষেপণাস্ত্র শক্তির বিষ‌য়ে কোনো ছাড় দেবে না

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৯ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনতার হাতে আটক দুই চোরকে ছেড়ে দিল পুলিশ,এলাকাবাসীর ক্ষোভ

কাজী রাশেদ,চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় বসত ঘরে চুরি কালে দুই চোরকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। পরে তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলে পুলিশ আহত দুই চোরকে থানা হেফাজতে না নিয়ে ঘটনাস্থল থেকেই ছেড়ে দেয়ার
অভিযোগ উঠেছে। জনতার হাতে আটক চোরদেরকে শারীরিক ভাবে অসুস্থতার অযুহাত দেখিয়ে তাদেরকে থানায় না আনার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।

সোমবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের মিজানুর রহমান এর বসত ঘরে চুরি করতে ঢুকে জাকির হোসেন ও হানিফ নামের দুই চোর। এসময় গৃহকর্তা টের পেয়ে চোর জাকির হোসেনকে ধরে ফেলে। এসময় অপর চোর হানিফ পালিয়ে যায়। আটক জাকির হোসেনকে স্থানীয় জনতা গণপিটুনি দেয়ার পর তার দেয়ার তথ্যমতে হানিফকেও খুঁজে আটক করে গণপিটুনি দেয়। আটক চোর জাকির হোসেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নে ইন্দ্রারচর গ্রামের বাসিন্দা। সে বসন্তপুর গ্রামে দ্বিতীয় বিয়ে করে ঘরজামাই থাকেন এবং সেখানে একটি সংঘবদ্ধ চোরচক্র তৈরি করে। তার সহযোগী হানিফ বসন্তপুর গ্রামের সহিদ মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান- দীর্ঘদিন যাবৎ এলাকায় গরু চুরি, বসত ঘরে চুরির যন্ত্রণায় অতিষ্ট হয়ে পড়েছে বসন্তপুর গ্রামবাসী। সোমবার মধ্য রাতে ওই গ্রামের মিজানুর রহমানের বসত ঘরে চুরি করতে ঢুকে চোর চক্র। তাদেরকে আটক করে গণপিটুনি দিলে এলাকার প্রায় সকল চুরির কথা স্বীকার করে তারা।

ঘটনা নিশ্চিত হওয়ার পর এলাকাবাসী পুলিশের জরুরী নম্বর ৯৯৯-এ ফোন করলে চান্দিনা থানার সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) শাহাদাত হোসেন এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি দেখে চোরেরা গুরুতর অসুস্থতার
অভিনয় করে মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ তাদেরকে ঘটনাস্থলে ফেলে চলে আসে।

চান্দিনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহাদাত হোসেন জানান- চোরদেরকে এলাকাবাসী পিটিয়ে গুরুতর আহত করেছে। যে কারণে তাদেরকে থানায় না এনে পরিবারের কাছে হস্তান্তর করে চিকিৎসা দেয়ার কথা বলি। এছাড়া এলাকার জনপ্রনিধিরা বিষয়টি নিয়ে ২/১ দিনের মধ্যে বসে সমাধান করবে বলেও আশ্বাস দেন।

গল্লাই ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মোঃ আনিছুর রহমান মিন্টু জানান- বিষয়টি সমাধান করার বিষয়টি মূলত এলাকার অনেক মুরব্বিরাই বলেছে। তাদের চিকিৎসার পর সুস্থ হলে আমরা বিষয়টি সমাধান করবো।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান- ‘তারা কেউ সেটা অভিযোগ করতেছে না, তারা নিজেরা নিজেরা আপোষ মিমাংষা করে ফেলছে। সেজন্য পুলিশ গুরুতর অবস্থায় কাউকে নিয়ে আসেনি। যাদের ঘরে চুরি হইছে তারা কোন মামলা করবে না। অভিযোগও দেয়নি এমনকি থানা পর্যন্তও আসেনি’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়