শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সফরে যাওয়া মির্জা ফখরুলকে সুরক্ষা দিয়ে প্রশংসায় ভাসছেন সাবেক শিবির নেতা ◈ বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের ভিসা জটিলতার অভিযোগ, কোন দেশে কী সমস্যা? ◈ রোনালদো ছাড়াই সৌ‌দি কিংস কা‌পে বড় জয় পে‌লো আল নাসর  ◈ এবার সারজিস আলমের নির্বাচন নিয়ে করা মন্তব্যের বিষয়ে যা বললেন প্রেস সচিব শফিকুল আলম ◈ কলকাতায় নির্বাসনে আওয়ামী লীগ: নির্বাচনে ফেরার পথ খুঁজছে হাসিনার দল ◈ যে কারণে নিউইয়র্কের বিমানবন্দরে ফখরুল–আখতাররা ভিভিআইপি সুবিধা পাননি কেন, জানাল প্রেস উইং ◈ এ‌শিয়া কা‌পের সুপার ফো‌রে রাতে ভার‌তের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দেশ ◈ নির্বাচনে নৌকার ভোট লাঙ্গলে পড়বে: আত্মবিশ্বাসী জি এম কাদের ◈ আওয়ামী লীগ বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে বিশ্ব সমর্থনে আশ্বস্ত ড. মুহাম্মদ ইউনূস: প্রেস সচিব ◈ ইরান কখ‌নোই ক্ষেপণাস্ত্র শক্তির বিষ‌য়ে কোনো ছাড় দেবে না

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৬ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

স্প‌্যা‌নিশ লি‌গে রিয়াল মা‌দ্রিদের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক : লেভা‌ন্তের বিরু‌দ্ধে ৪-১ গো‌লে জয় পাওয়া রিয়াল মা‌দ্রিদ ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালা‌তে থা‌কে। প্রতিপক্ষের মাঠে খেলতে গেলেও দাপট দেখিয়েছে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি। ম্যাচের ২৮ মিনিটে ভিনিসিউসের দারুণ গোলে এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সের ভেতরে পাস পেয়ে কোনাকুনি শট নিয়ে জালের দেখা পান ব্রাজিলের এই তারকা।

দ্বিতীয় গোল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি রিয়ালের। মাস্তানতুয়ানো ৩৮তম মিনিটে গোল করলে ২-০ ব্যবধানে লিড নিয়ে প্রথম হাফ শেষ করে লস ব্লাঙ্কোসরা। দ্বিতীয় হাফের শুরুতেই এক গোল শোধ করে লেভান্তে। ৫৪তম মিনিটে ডি-বক্সের ভেতর ডান দিকে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের শট পা বাড়িয়ে ঠেকানোর চেষ্টা করেন রিয়াল ডিফেন্ডার ডিন হাউসেন। তার পায়ে লেগে বল উঠে যায় ওপরে, কাছের পোস্টে থাকা গোলরক্ষক কোর্তোয়া চেষ্টা করেন পেছনে সরে এসে ক্লিয়ার করতে, তবে হেডে জালে পাঠান ইত্তা ইয়ং।

তবে এরপর জোড়া গোল করে রিয়ালের সহজ জয় নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৬৪তম মিনিটে ডি-বক্সে এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ফরাসি এই তারকা। তার দুই মিনিটে পর আবারও গোল করেন এমবাপ্পে। এবার ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের ডিফেন্ডার ও গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়ান তিনি। চলতি মৌসুমে লিগে এমবাপ্পের গোল সংখ্যা দাঁড়ালো ৭-এ। তিনিই এখন লিগের টপ স্কোরার।

শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ৬ ম্যাচে সবকটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। ৫ ম্যাচে ৪ জয় আর ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বার্সেলোনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়