শিরোনাম
◈ বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা জটিলতার অভিযোগ, সমাধান যেভাবে ◈ দুর্বল ব্যাংক একীভূত করতে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক দল নিয়োগের প্রস্তুতি ◈ এবার সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘকে অকার্যকর ঘোষণা ট্রাম্পের ◈ এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিও’র সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ◈ ৫৮ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি ◈ ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কড়া পদক্ষেপ জাতিসংঘ মহাসচিবের ◈ এক নারী ও তার দুই স্বামীর প্রকাশ্যে রশি টানাটানি, থানা চত্বরে হৈ,চৈ কান্ড! ◈ খেলনা শিল্পে সম্ভাবনা ও চ্যালেঞ্জ, রপ্তানি বেড়েছে ৪০০ শতাংশের বেশি, রপ্তানি শুল্ক কমানোর প্রস্তাব ◈ নিউইয়র্কে বিএনপি-এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৯ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তানের গলায় অস্ত্র ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, অতপর...

কুষ্টিয়ার দৌলতপুরে সন্তানের গলায় অস্ত্র ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ১৫ সেপ্টেম্বর রাতে ঘটনা ঘটলেও সোমবার (২২ সেপ্টেম্বর) থানায় ধর্ষণ ও লুটের পৃথক দুটি মামলা করেন ভুক্তভোগী নারী ও তার শ্বশুর।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে লাবু (৩৬), তারিখ (৪২) ও সুবেল (৩৫)-সহ ৭/৮ জন ভুক্তভোগী নারীর বাড়িতে প্রবেশ করে তার স্বামী ও দেবরকে হাত-পা বেঁধে ফেলে। এরপর ভুক্তভোগীকে ধর্ষণ করতে চাইলে বাধা দেন তিনি। পরে তার তিন বছরের শিশু সন্তানের গলায় অস্ত্র ধরে লাবু, সুবেল ও তারিখ ধর্ষণ করে।

চলে যাওয়ার সময় ঘরে থাকা স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরিবারের লোকজন চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ধর্ষণ মামলা এবং তার শ্বশুর বাদী হয়ে ডাকাতি মামলা করেন।

দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ কালবেলাকে বলেন, মামলার পরপরই তিন আসামি লাবু, সুবেল ও তারিখকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত কেউ রক্ষা পাবে না। অভিযান অব্যাহত রয়েছে এবং সবাইকে গ্রেপ্তার করা হবে। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়