শিরোনাম
◈ বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা জটিলতার অভিযোগ, সমাধান যেভাবে ◈ দুর্বল ব্যাংক একীভূত করতে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক দল নিয়োগের প্রস্তুতি ◈ এবার সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘকে অকার্যকর ঘোষণা ট্রাম্পের ◈ এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিও’র সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ◈ ৫৮ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি ◈ ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কড়া পদক্ষেপ জাতিসংঘ মহাসচিবের ◈ এক নারী ও তার দুই স্বামীর প্রকাশ্যে রশি টানাটানি, থানা চত্বরে হৈ,চৈ কান্ড! ◈ খেলনা শিল্পে সম্ভাবনা ও চ্যালেঞ্জ, রপ্তানি বেড়েছে ৪০০ শতাংশের বেশি, রপ্তানি শুল্ক কমানোর প্রস্তাব ◈ নিউইয়র্কে বিএনপি-এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫০ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের দৌড়ে টিকে রইলো পাকিস্তান

এশিয়া কাপের সুপার ফোর পর্বে বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের দৌড়ে টিকে থাকলো পাকিস্তান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। তাদের পেসারদের দাপটে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৩৩ রান। জবাবে ব্যাট করতে নেমে ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল পাকিস্তানের বোলাররা। শাহিন শাহ আফ্রিদি ইনিংসের দ্বিতীয় বলেই কুশল মেন্ডিসকে শূন্য রানে ফিরিয়ে শুরুটা করেন দারুণভাবে। এরপর একে একে ফিরে যান পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকা। মাত্র ৫৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা।

তবে একপ্রান্ত আগলে রেখে হাল ধরেন কামিন্দু মেন্ডিস। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াই করার মতো স্কোর গড়ে শ্রীলঙ্কা। ৩৭ বলে ফিফটি তুলে নিয়ে দলকে বিপর্যয় কাটাতে সাহায্য করেন তিনি।

শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ৮ উইকেটে ১৩৩ রানে থামে। পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেন শাহিন শাহ আফ্রিদি। মাত্র ২৮ রানে নেন ৩ উইকেট। হুসাইন তালাত নেন ২ উইকেট ১৮ রানে, আর হারিস রউফও ৩৭ রানে তুলে নেন ২টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানও কিছুটা চাপে পড়লেও ধৈর্য্য ধরে খেলেন মিডল অর্ডারের ব্যাটাররা। শেষ পর্যন্ত কোনো বিপর্যয় ছাড়াই ১২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাবর আজমের দল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়