শিরোনাম
◈ বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা জটিলতার অভিযোগ, সমাধান যেভাবে ◈ দুর্বল ব্যাংক একীভূত করতে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক দল নিয়োগের প্রস্তুতি ◈ এবার সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘকে অকার্যকর ঘোষণা ট্রাম্পের ◈ এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিও’র সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ◈ ৫৮ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি ◈ ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কড়া পদক্ষেপ জাতিসংঘ মহাসচিবের ◈ এক নারী ও তার দুই স্বামীর প্রকাশ্যে রশি টানাটানি, থানা চত্বরে হৈ,চৈ কান্ড! ◈ খেলনা শিল্পে সম্ভাবনা ও চ্যালেঞ্জ, রপ্তানি বেড়েছে ৪০০ শতাংশের বেশি, রপ্তানি শুল্ক কমানোর প্রস্তাব ◈ নিউইয়র্কে বিএনপি-এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৬ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের কাছে শ্রীলঙ্কার হারের পর বাংলাদেশের সমীকরণ কী?

পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে সুপার ফোর পর্বের অর্ধেকও শেষ হয়ে গেল। এখন বাকি স্রেফ তিনটি ম্যাচ। এই তিন ম্যাচেই নির্ধারিত হবে এবারের এশিয়া কাপের ফাইনালে যাবে কোন দল। 

পাকিস্তানের কাছে হারের ফলে শ্রীলঙ্কার এশিয়া কাপের ফাইনালে খেলার সম্ভাবনা কমে গেছে অনেকটাই। কাগজে কলমে সম্ভাবনা আছে। তবে বাস্তবতার নিরিখে সেটা এখন কঠিনই। শ্রীলঙ্কাকে হারাতে হবে ভারতকে, সেটাও বড় ব্যবধানে।

শুধু তাই নয়, ভারত আর পাকিস্তানের দুই দলকে হারতেই হবে বাংলাদেশের কাছে। তখন বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে চলে যাবে ফাইনালে, আর ২ পয়েন্ট নিয়ে নেট রানরেটের মারপ্যাঁচে সুযোগ থাকবে শ্রীলঙ্কার। তবে এখন পর্যন্ত যেমন ছন্দে আছে ভারত, তাতে সে সম্ভাবনাটাকে ক্ষীণ বলেই মনে হচ্ছে। 

এদিকে পাকিস্তানের এই জয়ে বাংলাদেশের সমীকরণটাও পরিষ্কার হয়ে গেল। শেষ ম্যাচে যে করেই হোক, পাকিস্তানকে হারাতেই হবে দলকে। সেটা হলে বাকিদের দর্শক বানিয়ে, কোনো হিসাব নিকাশ ছাড়াই ফাইনালে চলে যাবে বাংলাদেশ। 

তবে পাকিস্তান আর বাংলাদেশও ফাইনালে খেলতে পারে। সেক্ষেত্রে ভারতকে তাদের শেষ দুই ম্যাচে বাংলাদেশ আর শ্রীলঙ্কার কাছে হারতে হবে বড় ব্যবধানে, আর শেষ ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে যদি হারিয়ে দিতে পারে, তাহলে নেট রান রেটের মারপ্যাঁচ বাদেই বিদায় নেবে ভারত। কারণ তখন বাংলাদেশ আর পাকিস্তানের পয়েন্ট দাঁড়াবে ৪, আর ভারত আর শ্রীলঙ্কার পয়েন্ট থাকবে ২ করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়