শিরোনাম
◈ বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা জটিলতার অভিযোগ, সমাধান যেভাবে ◈ দুর্বল ব্যাংক একীভূত করতে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক দল নিয়োগের প্রস্তুতি ◈ এবার সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘকে অকার্যকর ঘোষণা ট্রাম্পের ◈ এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিও’র সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ◈ ৫৮ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি ◈ ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে কড়া পদক্ষেপ জাতিসংঘ মহাসচিবের ◈ এক নারী ও তার দুই স্বামীর প্রকাশ্যে রশি টানাটানি, থানা চত্বরে হৈ,চৈ কান্ড! ◈ খেলনা শিল্পে সম্ভাবনা ও চ্যালেঞ্জ, রপ্তানি বেড়েছে ৪০০ শতাংশের বেশি, রপ্তানি শুল্ক কমানোর প্রস্তাব ◈ নিউইয়র্কে বিএনপি-এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৭ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৭ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কুমিল্লায় জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভা‌গে চট্টগ্রাম ও নারী বিভা‌গে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক : তারুণ্যের উৎসব' উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের কর্ণফুলী জোনে পুরুষ বিভাগে চট্টগ্রাম এবং নারী বিভাগে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন হয়েছে। শিরোপা নির্ধারণী ম্যাচে পুরুষ বিভাগে চট্টগ্রাম হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্বাগতিক কুমিল্লাকে ৩৪-৩০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে। অন্যদিকে, নারী বিভাগের ফাইনালে রাঙ্গামাটি ৩১-১৩ পয়েন্টে খাগড়াছড়িকে হারিয়ে দাপটের সঙ্গে শিরোপা জয় করে।

কুমিল্লা জিমনেসিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ দিনে পুরুষ বিভাগের দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম সেমিফাইনালে কুমিল্লা ৩২-১৬ পয়েন্টে রাঙ্গামাটিকে হারায় এবং দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম ৪৩-২১ পয়েন্টে নোয়াখালীকে পরাজিত করে। ফাইনাল ম্যাচে চট্টগ্রাম ও কুমিল্লার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়, যেখানে শেষ হাসি হাসে চট্টগ্রাম।

নারী বিভাগে চারটি দল নিয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হয়। সেখান থেকে সেরা দুই দল হিসেবে ফাইনালে পৌঁছায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। ফাইনালে রাঙ্গামাটি তাদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রাখে এবং খাগড়াছড়িকে সহজেই পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়