নরসিংদীতে পুলিশের টহল নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া চুরি, ছিনতাই, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা এসব কথা বলেন তিনি। স্বাগত বক্তব্যে পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা উন্নয়নসহ সব প্রকার কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদ কর্মীদের ভূমিকা রয়েছে। আপনারা সবসময় বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।
তিনি জেলার আইনশৃঙ্খলার পরিস্থিরি কথা উল্লেখ করে বলেন, চলতি মাসে জেলায় পৃথক পৃথক পাঁচটি ঘটনায় সাত জন খুনের ঘটনার মধ্যে পারিবারিক দ্বন্দ্বে তিনজন, ব্যবসায়িক দ্বন্দ্বে একজন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনজন খুন হয়েছে। এ সংক্রান্তে সর্বমোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায়ও ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলার পুলিশের টহল নজরদারি বাড়ানো হয়েছে। চুরি, ছিনতাই, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, আমরা কাজ করছি, জনগণের সাথে কথা বলছি, কোথায় কী সমস্যা, কী কারণে ঘটছে, সমস্যা এড্রেস (চিহ্নিত) করে, সমাধান করার চেষ্টা করছি। জেলার কোথায় কী ধরনের অপরাধ সংঘটিত হয়, আমরা সেসব সমস্যা রোধেও কাজ করছি। সবার সহযোগিতা নিয়ে আমরা শান্তিপূর্ণ জেলা গড়তে চাই। এ বিষয় আমাদের জেলা প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা সহযোগিতা করছে, আমরা সাংবাদিকদেরও সহযোগিতা চাই।
এছাড়া সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু-সুন্দর পরিবেশে আসন্ন দুর্গাপূজা সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করছি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বক্তব্য রাখেন।
সাংবাদিকদের পক্ষ থেকে নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া, মাখন দাস, সাধারণ সম্পাদক মোবারক হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।