কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল বাজার এলাকায় বিএনপি জামাতের পাল্টাপাল্টি কর্মসুচী চলাকালে বিএনপির যুবদল কর্মী মিজানুর রহমান (৩৫)আহত হওয়ার খবর পাওয়া গেছে । এ ঘটনাকে কেন্দ্র করে উত্তোজনা বিরাজ করলেও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে ।
মঙ্গলবার(২৩সেপ্টেম্বর) রাত ৯টায় দিকে সংঘটিত ঘটনায় রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত দু,গ্রুপের নেতা কর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করার খবর পাওয়া গেছে ।
স্থানীয় ও থানাসুত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে (১১টার ) দিকে বাঁশখালীতে হঠাৎ চাঁদাবাজদের বিরোদ্ধে জামায়াতে ইসলামী ও সাধারণ ছাত্রজনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাবেশ করে। এ সময় চাঁদাবাজির বিরোদ্ধে প্রতিবাদ করায় বাঁশখালীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের চাম্বল ইউনিয়ন সভাপতি কফিল উদ্দিনের উপর অতর্কিত হামলার প্রতিবাদ জানান আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলে বিক্ষোভকারীরা। এরই জের ধরে মঙ্গলবার রাত ৯টায় বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতৃত্বে প্রতিবাদ ও অবস্থান কর্মসুচী চলাকালে জামায়াত শিবিরের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। এতে উত্তোজনা বিরাজ করলে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ও সে সময় বিএনপির যুবদলের কর্মী ও ব্যবসায়ী মিজানুর রহমান (৩৫)কে হামলা করে গুরুতর আহত করে।
বিএনপি যুবদলের নেতারা ও আহত মিজানুর রহমান অভিযোগ করেন থানা পুলিশের উপস্থিতি জামায়াত শিবিরের কর্মীরা আমাকে হত্যার উদ্যেশে হামলা করে। এ ঘটনায় আরো দু,দলের আরো কয়েক জন আহত হয়ে প্রাথমিক ভাবে চিকিৎসা করে বলে সুত্রে জানা যায় ।
ঘটনার ব্যাপারে (মঙ্গলবার রাত ১১টায়) বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার বলেন, দুপক্ষের উপস্থিতিতে উত্তেজনা বিরাজ করলে ও থানা পুলিশ, দায়িত্বরত সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে ,বর্তমান শান্ত বলে তিনি জানান ।