স্পোর্টস ডেস্ক : চলমান এশিয়া কাপে ভারতের মোকাবিলা করা হয়নি বাংলাদেশ দলের। সুপার ফোরে ওঠার কারণে এবার তাদের মোকাবিলা করতে যাচ্ছে টাইগাররা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় লড়াইয়ে নামবে দুই দল। এই ম্যাচ নিয়ে দুই শিবিরেই বিশ্লেষণ চলছে।
টাইগার শিবিরে কোচ ফিল সিমন্স, মেহেদি হাসানরা বেশি গুরুত্বই দিচ্ছেন না ভারতকে। এশিয়া কাপে ভারতকে রোখা কঠিন। এখনও পর্যন্ত সূর্যকুমার যাদবের দল চ্যাম্পিয়নের মতোই খেলছে। বাকি দলগুলো অনেক পিছিয়ে বলেই মনে করা হচ্ছে। সুপার ফোরে পাকিস্তানকে মাটি ধরানোর পরে বুধবার ভারতের সামনে বাংলাদেশ। সেই ম্যাচও কি একপেশে হবে? বাংলাদেশের কোচ ফিল সিমন্স অন্যরকম ভাবনা চিন্তা করছেন।
তিনি মনে করেন, টুর্নামেন্টের যে কোনও দলেরই ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে। বাংলাদেশও ব্যতিক্রম নয়। বাংলার বাঘেরাও হারিয়ে দিতে পারে ভারতকে। শ্রীলঙ্কাকে হারিয়ে তারাও আত্মবিশ্বাসী।
ভারতের বিরুদ্ধে নামার আগে মেহেদি হাসান বলছেন, বেশি কিছু চিন্তা করছি না। শুধু একটা ক্রিকেট ম্যাচ খেলার জন্য যেভাবে থাকতে হয়, সেভাবেই আছি। প্রতিপক্ষ ভারত নাকি অস্ট্রেলিয়া, ওভাবে চিন্তাই করছি না।
এখনও পর্যন্ত ভারত ও বাংলাদেশের মধ্যে ১৭ বার সাক্ষাৎ হয়েছে টি-টোয়েন্টিতে। তার মধ্যে মাত্র একবারই জিতেছে বাংলাদেশ। ভারত বহু যোজন এগিয়ে। মেহেদি বলছেন, এসব নিয়ে চিন্তাই করছি না। এই হাইপ সৃষ্টি করা। যেভাবে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচ আমরা খেলে এসেছি, একই ভাবে ভারতের বিরুদ্ধেও খেলব।
সিমন্স আবার ভারত-ম্যাচ প্রসঙ্গে বলেছেন,'বিশ্বাস তো থাকতেই হবে। আমাদেরও সুযোগ রয়েছে বলে বিশ্বাস করি। ম্যাচ চলাকালীন সুযোগ সুবিধা এলে তার সদ্ব্যবহার করতে হবে আমাদের। সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলে আমাদের জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের বিরুদ্ধে।