আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শক্তিই তা বানচাল করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ে সম্প্রতি এনসিপির প্রতীক নিয়ে সারজিস আলমের নির্বাচন নিয়ে করা মন্তব্যের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, কোন নেতা কি মন্তব্য দিচ্ছেন সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি না। বর্তমান সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন লক্ষ্যে কাজ করছে। তা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বানচাল করা যাবে না।
ব্যাংকিং খাতকে বিগত সরকার ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তিনি জানান, ২৩৪ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। শেখ হাসিনার কাছের লোক-আত্মীয় স্বজনরা মিলেমিশে পাচার করেছে। বর্তমান সরকার সেই টাকা উদ্ধারে কাজ করছে। যেসব দেশে টাকা পাচার হয়েছে সেই সব দেশের সরকার প্রধানের সাথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস যোগাযোগ রাখছেন, সমর্থনও পাচ্ছেন।
বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ইতিমধ্যে অনেক দূর এগিয়েছে। তবে আগে এ ধরনের কাজের অভিজ্ঞতা না থাকায় কিছুটা সময় লাগবে। বিশ্বের কোন কোন দেশে কোন চ্যানলে টাকা পাচার হয়েছে তা নিয়ে কাজ চলছে। প্রতিটি দেশের নিজস্ব কিছু আইনকানুন আছে। আপনাকে প্রমাণ করতে হবে যে ঐ সম্পত্তি পাচার করে আনা হয়েছে।
শফিকুল আলম বলেন, টাকা পাচারের চুরি নয় সাগর চুরি হয়েছে বিগত সরকারের আমলে। সিআইসি ৫টি দেশে ৭টি শহরে প্রায় ৪০ হাজার কোটি টাকার তথ্য পেয়েছে। পাচারের তুলনায় যা খুবই কম। তবে তাই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কমপক্ষে ৫ বছরও সময় লাগতে পারে বলে তিনি মন্তব্য করেন। সূত্র: মানবজমিন