শিরোনাম
◈ মার্কিন শুল্ক: বাংলাদেশের রপ্তানিতে প্রভাব, বেকারত্বের শঙ্কা ◈ ক্ষমতার চূড়ান্ত পরিণতি, শাসকদের জন্য যে শিক্ষা রেখে গেল হাসিনার পতন: স্টেটসম্যানের সম্পাদকীয় ◈ সংবিধান, সংস্কার ও সমাধান: রাজনৈতিক দলগুলোর প্রতি আইনজীবী শিশির মনিরের খোলা চিঠি ◈ হাইকোর্টে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত, আপিলের সিদ্ধান্ত দুদকের ◈ সঠিক পথে এগোচ্ছে বাংলাদেশ’—অর্থনীতিতে আশাবাদী বিশ্বব্যাংক ◈ ডলারের দাম আরও কমেছে, বাড়ছে টাকার মান ও রিজার্ভ ◈ ঝালকাঠিতে এনসিপি’র গাড়িবহর আটকে দিলো বৈষম্যবিরোধীদের একটি পক্ষ (ভিডিও) ◈ নেপা‌লের বিরু‌দ্ধে শ্বাসরুদ্ধকর জয় বাংলা‌দেশ নারী দ‌লের ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: নেত্রকোনা থেকে দুই আসামি গ্রেফতার ◈ মাহফুজ হত্যাকাণ্ড: ছিনতাইকারী চক্রের চার সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আগামী বছর ভারতে  টি-টোয়েন্টি বিশ্বকা‌পে খেলতে আসছে ফুটবলের দেশ ইতা‌লি

স্পোর্টস ডেস্ক : ফুটবলের দেশ হিসাবে পরিচিত ইতালি। অথচ গত দুটো বিশ্বকাপ ফুটবলে যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। আগামী বছরও তারা ফুটবল বিশ্বকাপে খেলবে কি না তা এখনও নিশ্চিত নয়। সেই ইতালিই ক্রিকেট বিশ্বকাপে প্রথম বার যোগ্যতা অর্জন করে ফেলল।

শুক্রবার নেদারল্যান্ডসের কাছে হেরে গিয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল তারা। ২০২৬ সালে ইতালি ভারতে আসছে বিশ্বকাপ খেলতে। যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডসও।

দ্য হেগ-এর মাঠে এ দিন নেদারল্যান্ডসকে হারালেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যেত ইতালির। তবে হারলেও সুযোগ ছিল। কারণ দ্বিতীয় স্থানে থাকা জার্সির সঙ্গে পয়েন্ট সমান (৫) থাকলেও রান রেটে অনেকটাই এগিয়েছিল ইটালি। সেটাই শেষ পর্যন্ত কাজে দিল। ইউরোপ কোয়ালিফায়ারে সবার উপরে শেষ করেছে নেদারল্যান্ডস। তাদের ছয় পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ইতালি এবং তৃতীয় স্থানে থাকা জার্সির পাঁচ পয়েন্ট হলেও রান রেটে জার্সিকে (০.৩০৬) পিছনে ফেলেছে ইতালি (০.৬১২) ।

এদিন আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ তোলে ইতালি। সর্বোচ্চ রান বেন মানেন্তির (৩০)। শুরুটা খারাপ হলেও পরের দিকের ব্যাটারদের দৌলতে মোটামুটি ভদ্রস্থ রান তোলে তারা।

নেদারল্যান্ডসের সামনে জেতা ছাড়া কোনও রাস্তা ছিল না। তারা শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন। বিনা উইকেটে ৭১ তুলে ফেলে। এর পর ওপেনার মাইকেল লেভিটকে (৩৪) ফেরান ইটালির ক্রিশান কালুগামাগে। তবে ম্যাক্স ও’ডাউড (অপরাজিত ৪৭) এবং অধিনায়ক স্কট এডওয়ার্ডসের (অপরাজিত ৩৭) সৌজন্যে জিততে অসুবিধা হয়নি নেদারল্যান্ডসের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়