শিরোনাম
◈ প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে কথা বলায় জামায়াত নেতার উপর ক্ষেপলেন চিকিৎসক (ভিডিও) ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা: নারী কোটা বাতিল ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: গণপরিষদ নির্বাচনের দাবি, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পক্ষে এনসিপি ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ◈ দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অবাধ নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব: তারেক রহমান ◈ মালয়েশিয়ায় জাল ই-ভিসা সিন্ডিকেটে জড়িত অভিযোগে বাংলাদেশি নারী আটক ◈ বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর রাজনীতি উত্তাপ: অনেক প্রশ্ন, উত্তর নেই ◈ আগস্টে রেমিটেন্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আগামী বছর ভারতে  টি-টোয়েন্টি বিশ্বকা‌পে খেলতে আসছে ফুটবলের দেশ ইতা‌লি

স্পোর্টস ডেস্ক : ফুটবলের দেশ হিসাবে পরিচিত ইতালি। অথচ গত দুটো বিশ্বকাপ ফুটবলে যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। আগামী বছরও তারা ফুটবল বিশ্বকাপে খেলবে কি না তা এখনও নিশ্চিত নয়। সেই ইতালিই ক্রিকেট বিশ্বকাপে প্রথম বার যোগ্যতা অর্জন করে ফেলল।

শুক্রবার নেদারল্যান্ডসের কাছে হেরে গিয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল তারা। ২০২৬ সালে ইতালি ভারতে আসছে বিশ্বকাপ খেলতে। যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডসও।

দ্য হেগ-এর মাঠে এ দিন নেদারল্যান্ডসকে হারালেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যেত ইতালির। তবে হারলেও সুযোগ ছিল। কারণ দ্বিতীয় স্থানে থাকা জার্সির সঙ্গে পয়েন্ট সমান (৫) থাকলেও রান রেটে অনেকটাই এগিয়েছিল ইটালি। সেটাই শেষ পর্যন্ত কাজে দিল। ইউরোপ কোয়ালিফায়ারে সবার উপরে শেষ করেছে নেদারল্যান্ডস। তাদের ছয় পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ইতালি এবং তৃতীয় স্থানে থাকা জার্সির পাঁচ পয়েন্ট হলেও রান রেটে জার্সিকে (০.৩০৬) পিছনে ফেলেছে ইতালি (০.৬১২) ।

এদিন আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ তোলে ইতালি। সর্বোচ্চ রান বেন মানেন্তির (৩০)। শুরুটা খারাপ হলেও পরের দিকের ব্যাটারদের দৌলতে মোটামুটি ভদ্রস্থ রান তোলে তারা।

নেদারল্যান্ডসের সামনে জেতা ছাড়া কোনও রাস্তা ছিল না। তারা শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন। বিনা উইকেটে ৭১ তুলে ফেলে। এর পর ওপেনার মাইকেল লেভিটকে (৩৪) ফেরান ইটালির ক্রিশান কালুগামাগে। তবে ম্যাক্স ও’ডাউড (অপরাজিত ৪৭) এবং অধিনায়ক স্কট এডওয়ার্ডসের (অপরাজিত ৩৭) সৌজন্যে জিততে অসুবিধা হয়নি নেদারল্যান্ডসের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়