শিরোনাম
◈ বিপিএলকে বদলে দিতে তামিম ও মুশফিকের পরামর্শ নিলো বিসিবি  ◈ মিটফোর্ডে সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার ◈ একদিনে ৭৮ প্রাণ, ৮০০’র বেশি নিহত ত্রাণ কেন্দ্রে, ইসরায়েলি হামলা অব্যাহত ◈ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা পাচ্ছেন দশম গ্রেড ◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক

প্রকাশিত : ২১ জুন, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দুর্দান্ত শান্ত, দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে গড়‌লেন ইতিহাস

স্পোর্টস ডেস্ক : থারিন্দু রত্নায়েকের ডেলিভারিটি রিভার্স সুইপে পয়েন্ট অঞ্চলের পেছন দিকে পাঠিয়ে ছুটে চললেন নাজমুল হোসেন শান্ত। সিঙ্গেল নিয়ে তিন অঙ্ক স্পর্শ করে বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন বাঁহাতি এই ব্যাটার। -- অলআউট স্পোর্টস

শনিবার গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শেষ দিন বাংলাদেশ অপেক্ষায় ছিল শান্তর সেঞ্চুরির জন্য। তার সেঞ্চুরি পূর্ণ হওয়ার খানিকবাদে ৬ উইকেটে ২৮৫ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তারা। বাংলাদেশ অধিনায়ক অপরাজিত থাকেন ১২৫ রানে। ১৯৯ বলের ইনিংসটি সাজান ৯ চার ও ৩ ছক্কায়।

এর আগে প্রথম ইনিংসে ২৭৯ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১৪৮ রান করেন শান্ত। ২০২৩ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো টেস্টে তিন অঙ্কের দেখা পান তিনি।

অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি গড়া ছাড়াও প্রথম বাংলাদেশি হিসেবে একাধিক টেস্টে জোড়া শতক হাঁকানোর কীর্তি গড়েন শান্ত। এর আগে ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার এক টেস্টে জোড়া শতক হাঁকান তিনি। মিরপুরে অনুষ্ঠিত সেই ম্যাচে প্রথম ইনিংসে ১৪৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ১২৪ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটার।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বপ্রথম এক টেস্টে দুই সেঞ্চুরি হাঁকান মুমিনুল হক। চট্টগ্রামে ২০১৮ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৬ ও ১০৫ রান করেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়