শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২১ জুন, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ক্লাব বিশ্বকাপ ফুটব‌লে  এবার চেলসিকে হারালো ব্রা‌জি‌লের ফ্লামেঙ্গো

স্পোর্টস ডেস্ক : ব্রা‌জি‌লের ক্লাবগু‌লো এবার বিশ্ব ফুটবলে ইউরোপিয়ান ক্লাবগুলোর দীর্ঘদিনের আধিপত্যে চ্যালেঞ্জ জানিয়েছে। রিও ডি জেনেরিও থেকে হাজার মাইল দূরে ফিলাডেলফিয়ায় ঘরের মাঠের আমেজে ক্লাব বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে ফ্লামেঙ্গো।

শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে ৫৫ হাজার উল্লাসী সমর্থকের উপস্থিতিতে স্টেডিয়ামকে যেন এক উৎসবের আমেজে পরিণত করে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নরা। --- অলআউট স্পোর্টস

অন্যদিকে ম্যাচের আগের দিন টুর্নামেন্টকে প্রাক-মৌসুম প্রস্তুতি হিসেবে আখ্যা দেওয়া চেলসি কোচ এনসো মারেস্কা জানান, গ্রুপ পর্বে তিনি দলের মূল খেলোয়াড়দের অদল-বদল করিয়ে খেলাবেন। এর ফলস্বরূপ ইউরোপের দ্বিতীয় বড় ক্লাব হিসেবে টুর্নামেন্টে ব্রাজিলিয়ান কোনো দলের কাছে হারল তারা।

চেলসির হয়ে পেদ্রো নেতো গোল করে ম্যাচ শুরু করলেও বিরতির পর ফ্লামেঙ্গোর সামনে যেন সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে তারা। সাবেক চেলসি ডিফেন্ডার ও বর্তমানে ফ্লামেঙ্গোর কোচ ফিলিপে লুইসের সাজানো ছকে ব্রুনো হেনরিক ও দানিলো দ্রুত দুই গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

এরপর নিকোলাস জ্যাকসনের অপ্রয়োজনীয় ফাউল ও লাল কার্ডে চেলসির মনোবল ভেঙে পড়ে। সেই সুযোগে তরুণ ওয়ালেস ইয়ান দলের হয়ে শেষ গোলটি করে ফ্লামেগোর জয় নিশ্চিত করে।

এর আগে গত বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজিকে ১-০ গোলে হারায় আরেক ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো। এই জয়ে দক্ষিণ আমেরিকার ক্লাবগুলোর বিপক্ষে ইউরোপিয়ান দলগুলোর ১৩ বছরের আধিপত্যের অবসান ঘটায় কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়নরা।

চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত আছে ব্রাজিল থেকে অংশ নেওয়া চারটি ক্লাব।

‘সি’ গ্রুপের ম্যাচে আর্জেন্টাইন দল বোকা জুনিয়র্সকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। গ্রুপের অন্য ম্যাচে নিউ জিল্যান্ডের অকল্যান্ড সিটিকে ৬-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে বেনফিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়