শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২১ জুন, ২০২৫, ০৬:৫৮ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে চাপে রাখতেই পুশইন করছে ভারত : .ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল 

সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : আমাদের সামনে এখন একটি কঠিন সমস্যা দেখা দিয়েছে। প্রতিনিয়ত পুশইন করা হচ্ছে সীমান্তগুলো দিয়ে।  ভারত থেকে জনগণ নিয়ে এসে জোর করে আমাদের দেশে ঢুকিয়ে দেয়া হচ্ছে। দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী করতে আর বাংলাদেশ সরকারকে চাপ তৈরি করার জন্য বাংলাদেশের বিভিন্ন বর্ডার দিয়ে এই পুশইন করছে ভারত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচীব মির্জা ফখরল ইসলাম আলমগীর।

শুক্রবার রাতে তিনি তার কালিবাড়িস্থ নিজ বাসভবনে জেলার সকল আলেম-ওলামাদের নিয়ে নৈশ্য ভোজের আয়োজনে এসব বক্তব্য দেন।

মির্জা আলমগীর বলেন, ন্যায্য পানির হিস্যা তারা আমাদের দেয়নি,  তার ওপর তারা আমাদের বর্ডারে পাখির মত মানুষ মারে আর এভাবে পুশইন করে। এতদিন এগুলো তারা করেনি, যেহেতু আওয়ামী সরকারকে এদেশ থেকে উৎখাত করা হয়েছে এবং হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, তাই তারা এসব শুরু করেছে।

তিনি বলেন, আওয়ামী সরকারের আমলে সারা বাংলাদেশে জঙ্গি নাটক সাজানো হয়েছে।  র‌্যাবের লোকেদের মাধ্যমে জঙ্গি মতবাদ দিয়ে মাদ্রাসার এতিম ছেলেদেরকে নিয়ে গিয়ে তাদের হাতে লিফলেট ঢুকিয়ে তাদের হত্যা করেছে। এসব ঘটনা বিগত আওয়ামী সরকার একটা না হাজারোটা ঘটিয়েছে।
ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে আওয়মী সরকার যে হত্যাকান্ড চালিয়েছে এরকম হত্যাকান্ড তারা আরেকটি ঘটিয়েছিল। আর তা হল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের ওপর চালানো হত্যাকান্ড। একইভাবে রাতের অন্ধকারে মেশিনগান দিয়ে এসব হত্যাকান্ড চালিয়েছে তারা।

মির্জা আলমগীর আরো বলেন,যেসব ছেলেরা অভ্যুত্থানের সময় বুকের তাজা রক্ত দিয়েছে আমাদের সেসব ছেলেদের রক্তের বিনিময়ে, সাধারণ জনগনের রক্তের বিনিময়ে আমরা সেই অবস্থা থেকে মুক্তি পেয়েছি। তাদের রক্তের বিনিময়ে আল্লাহ আমাদের একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে প্রফেসর ইউনূসের যে বৈঠক হয়েছে, তাতে সম্ভাব্য একটি নির্বাচনের সময় উঠে এসেছে।  ফেব্রুয়ারি মাস সে সময় ঘোষণা হয়েছে। নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের সঠিক দেশ নেতাকে বেছে নেবার অধিকার ফিরে পাবো।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ সহ জেলার সকল আলেম ওলামাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়