শিরোনাম
◈ বিপিএলকে বদলে দিতে তামিম ও মুশফিকের পরামর্শ নিলো বিসিবি  ◈ মিটফোর্ডে সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার ◈ একদিনে ৭৮ প্রাণ, ৮০০’র বেশি নিহত ত্রাণ কেন্দ্রে, ইসরায়েলি হামলা অব্যাহত ◈ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা পাচ্ছেন দশম গ্রেড ◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক

প্রকাশিত : ২১ জুন, ২০২৫, ০৮:০১ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বিদেশে টাকা পাঠানো আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক, সর্বোচ্চ ১ লাখ ডলার!

বাংলাদেশ ব্যাংক প্রবাসে অর্থ পাঠানোর নিয়ম আরও সহজ করেছে। ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন বলা হয়েছে, চলতি হিসাবে বিদেশে পণ্য আমদানি বা সেবা গ্রহণ বাবদ সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত অর্থ পাঠানো যাবে, যা আগের চেয়ে সহজ ও দ্রুত হবে।

এ সুবিধা আগে কেবল শিল্প ও নির্বাচিত সেবা খাতের জন্য সীমিত ছিল। এবার ট্রেডিংসহ নানান খাত এতে অন্তর্ভুক্ত হয়েছে।

তবে সতর্কতা স্বরূপ বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংককে নিশ্চিত হতে হবে, টাকা প্রেরণের আগে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন কিনা। প্রয়োজন হলে সেই অনুমতি নিতে হবে।

এ ছাড়া রয়্যালটি, প্রযুক্তি জ্ঞান ফি, টেকনিক্যাল সহায়তা ও ফ্র্যাঞ্চাইজি ফি সম্পর্কিত রেমিট্যান্সের ক্ষেত্রে যথারীতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্দেশনা অনুসরণ করতে হবে।

নতুন এ নির্দেশনায় বলা হয়েছে, শুধু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, যেমন- বিমা কোম্পানি, পুঁজিবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান এ সুবিধার বাইরে থাকবে। ফলে বাণিজ্যিক সেবা খাতের প্রতিষ্ঠানগুলো ব্যবসার প্রয়োজনে এখন আরও সহজে বিদেশে অর্থ পাঠাতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়