শিরোনাম
◈ সম্পূর্ণ স্বাধীনভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি: সিইসি ◈ স্কুল-কলেজ পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন বিধি ◈ ইংল‌্যা‌ন্ডের হা‌ন্ড্রেড ব‌লের খেলায় টানা তৃতীয়বার শিরোপা জিতলো ওভাল ইনভিনসিবলস ◈ আসন্ন নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার করতে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে: ট্রেসি অ্যান জেকবসন ◈ ভারতীয় উদ্যোক্তারা মহাদুশ্চিন্তায়, ‘কীভাবে শ্রমিকদের বেতন দেব?’ ◈ নির্বাচনে সেনা, নৌ ও বিমান বাহিনী মোতায়েন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ জরুরি অবস্থা বা তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে অবগত নই: আইন উপদেষ্টা ◈ ডাকসু নির্বাচন স্থগিত ◈ পুতুলের সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে ◈ আর্সেনালের বিরু‌দ্ধে  লিভারপু‌লের ক‌ষ্টের জয়

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৭ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ বছরের ঘনিষ্ঠ বান্ধবী, গত পাঁচ বছর ধরে আমার স্বামীকে যৌনসেবা দিয়েছেন: ব্যানার টাঙিয়ে স্ত্রীর ‘কৃতজ্ঞতা’ প্রকাশ

ওই নারীর টাঙানো সেই ব্যানার। ছবি: সংগৃহীত

হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, ব্যানারটির পাশাপাশি সেখানে কিছু লাল পতাকাও ঝোলানো হয়েছিল। সেগুলোতে উল্লেখ করা হয়, ওই নারীর ঘনিষ্ঠ বান্ধবী শি হংশান কমিউনিটির পর্যটন ব্যবস্থাপনা কার্যালয়ের অর্থ বিভাগে চাকরি করেন।

চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংশার এক আবাসিক এলাকা লাল ব্যানার টাঙিয়ে স্বামীর পরকীয়ার প্রতিবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী। ব্যানারে ওই নারী ব্যঙ্গ করে তাঁর ঘনিষ্ঠ বান্ধবীকে স্বামীর সঙ্গে পরকীয়া সম্পর্ক তৈরি করায় ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন।

ব্যানারে লেখা ছিল, ‘শি সামাজিক শৃঙ্খলা ও নৈতিকতা ভঙ্গ করে তাঁর বান্ধবীর স্বামীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক করেছে।’ ব্যানারের নিচে লেখা ছিল, ‘স্ত্রী।’ তবে ব্যানারগুলো শি’র বাসস্থানের আশপাশে টাঙানো হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।

এক লাল পতাকায় লেখা ছিল, ‘শি আমার ১২ বছরের ঘনিষ্ঠ বান্ধবী। গত পাঁচ বছর ধরে তিনি আমার স্বামীকে যৌনসেবা দিয়েছেন।’ আরেক পতাকায় অভিযোগ করা হয়, ‘শি অফিস চলাকালীন সময়েও বান্ধবীর স্বামীর সঙ্গে হোটেলে গেছেন।’

হংশান কমিউনিটির পর্যটন ব্যবস্থাপনা কার্যালয়ের এক কর্মকর্তা চীনা গণমাধ্যম দ্য পেপারকে জানিয়েছেন, তাদের দপ্তরে শি নামের একজন কর্মী আছেন। বিষয়টি তদন্তাধীন। পরে অবশ্য অল্প সময়ের মধ্যেই ব্যানার ও পতাকাগুলো সরিয়ে ফেলা হয়। ওই নারী ও তাঁর স্বামীর পরিচয় প্রকাশ করা হয়নি।

চীনের শানসি প্রদেশের হেংদা ল ফার্মের আইনজীবী ঝাও লিয়াংশান বলেছেন, এসব ব্যানারে যদি মিথ্যা তথ্য বা মানহানিকর বক্তব্য থাকে, তবে তা শি’র ব্যক্তিগত গোপনীয়তা, সুনাম ও ব্যক্তিত্বের অধিকার ক্ষুণ্ন করতে পারে। এ ছাড়া, যদি এ ধরনের ব্যানার টাঙানো জনসমাগম ঘটায় বা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে, তবে তা জননিরাপত্তা প্রশাসন শাস্তি আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এতে দায়ী ব্যক্তিকে সতর্কবার্তা দেওয়া হতে পারে কিংবা সর্বোচ্চ ২০০ ইউয়ান (প্রায় ২৮ মার্কিন ডলার) জরিমানা করা হতে পারে।

গুরুতর ক্ষেত্রে এ ধরনের ব্যানার টাঙানো ব্যক্তিকে ১৯ দিন পর্যন্ত আটক এবং সর্বোচ্চ ৫০০ ইউয়ান (প্রায় ৭০ মার্কিন ডলার) জরিমানা করা যেতে পারে। এর আগে, ২০২৩ সালে এক চীনা পুরুষ তার প্রাক্তন প্রেমিকাকে অপমান করে ব্যানার টাঙানোর অভিযোগে ১০ দিনের কারাদণ্ড ভোগ করেছিলেন। আইনজীবী ঝাও পরামর্শ দিয়েছেন, কারও অধিকার ক্ষুণ্ন হলে তিনি যেন আইনি উপায়ে প্রতিকার চান।

বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন জন বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন। এক অনলাইন ব্যবহারকারী লিখেছেন, ‘এটা বেআইনি, কিন্তু স্ত্রীর প্রতিশোধ আমি সমর্থন করি।’ অন্য এক মন্তব্যে বলা হয়, ‘ঘনিষ্ঠ বান্ধবী সরকারি চাকরিজীবী। কর্মস্থলে তাঁকে এখন ভয়াবহ পরিণতির মুখে পড়তে হচ্ছে।’ তৃতীয় এক মন্তব্যে লেখা হয়, ‘স্ত্রী কীভাবে বান্ধবীকে অপমান করেছেন? তিনি তো কেবল কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

চীনে সাধারণত লাল পতাকা কারও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশে উপহার হিসেবে দেওয়া হয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়