শিরোনাম
◈ রোহিঙ্গা সংকট সমাধানে সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের ◈ একাদশে ভর্তি: শেষ ধাপের ফল প্রকাশ, কলেজ পাননি ৫২৪০ শিক্ষার্থী ◈ চিকিৎসার জন্য নুরকে বিদেশ নেওয়া হবে কি না, জানালেন ঢামেক পরিচালক ◈ জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে নির্বাচন কমিশনে আবেদন ◈ একীভূতকরণে এগিয়েছে দুই ব্যাংক, এক্সিম ব্যাংক এখনও সময় চায় ◈ স্বর্ণের দামে নতুন রেকর্ড বিশ্ববাজারে ◈ ইতিহাস গড়লেন লিটন দাস ◈ এক দিনে ৪৪ মিলিয়ন ডলার বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ◈ ভারতীয় উদ্যোক্তারা শুল্ক আরোপকে বলছনে ‘বাণজ্যিকি নষিধোজ্ঞা’, রপ্তানি ৭০% হ্রাসের শঙ্কা ◈ ক্ষমতার লোভে একের পর এক ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: ড. মঈন খান

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১২ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একীভূতকরণে এগিয়েছে দুই ব্যাংক, এক্সিম ব্যাংক এখনও সময় চায়

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর একীভূতকরণ উদ্যোগে সম্মতি জানিয়েছে ইউনিয়ন ব্যাংকও। তবে এক্সিম ব্যাংক এখনই এই প্রক্রিয়ায় অংশ নিতে রাজি নয়। ব্যাংকটি জানিয়েছে, তারা আগে নিজেদের পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে চায় এবং এজন্য কিছুটা সময় প্রয়োজন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকে পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে বৈঠক হয় ইউনিয়ন ব্যাংকের সঙ্গে। বৈঠকে গভর্নর ড. আহসান এইচ মনসুর ভার্চুয়ালি সভায় অংশ নেন। এসময় চার ডেপুটি গভর্নর, রেজল্যুশন বিভাগের কর্মকর্তারা, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান এম ফরিদ উদ্দীন ও ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবির উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ফরিদ উদ্দীন বলেন, ‘আমানতকারীরা টাকা নিতে আসছেন। আমরা দিতে পারছি না। এজন্য যত দ্রুত এসব ব্যাংক নিয়ে সিদ্ধান্ত হবে ততই ভালো। এ ক্ষেত্রে এসব ব্যাংক একীভূত, পুনর্গঠন বা অন্য কিছু হতে পারে।’

তিনি জানান, ইউনিয়ন ব্যাংক থেকে ২৮ হাজার কোটি টাকা নিয়ে গেছে এস আলম। যাদের নামে ঋণ নেওয়া হয়েছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। যে কারণে আমানতকারীদের টাকা ফেরত দিকে সমস্যা হচ্ছে।

পরে বৈঠক হয় এক্সিম ব্যাংকের সঙ্গে। বৈঠকে এক্সিম ব্যাংক তাদের প্রস্তুত করা পুনরুদ্ধার পরিকল্পনার একটি খসড়া উপস্থাপন করে। তবে কেন্দ্রীয় ব্যাংক সেই পরিকল্পনাটি আরও সুস্পষ্ট ও বিস্তারিত উপস্থাপন করার পরামর্শ দিয়েছে। সংশোধিত পরিকল্পনা পরবর্তী বৈঠকে জমা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। যদিও সেই বৈঠকের নির্ধারিত তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
 
বৈঠক শেষে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, আমরা একটি রোডম্যাপ উপস্থাপন করেছি। বাংলাদেশ ব্যাংক আমাদের আরও স্পষ্ট ও বিস্তারিতভাবে তা উপস্থাপন করতে বলেছে। আমরা এটি সংশোধন করে পরবর্তী বৈঠকে উপস্থাপন করব।

এর আগে গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকে সঙ্গে বৈঠক করে পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত ব্রিজ ব্যাংকের পক্ষে নিজেদের সমর্থন জানায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। বৈঠক শেষে ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গে আমাদের দ্বিমত নেই। আমানতকারীদের সুরক্ষার বিষয়টি বাংলাদেশ ব্যাংক দেখবে।

তিনি জানান, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে এস আলম বেনামে ৩৮ হাজার কোটি টাকা নিয়ে গেছে। ব্যাংক থেকে নিজের নামে অর্থ নেওয়ার সুযোগ না থাকায় বেনামি ঋণ নেওয়া হয়েছে। বেনামি ঋণের টাকা আদায় না হওয়ায় ব্যাংক এতো বিপর্যয়ে পড়েছে।

একীভূতকরণ ও পুনর্গঠন প্রক্রিয়া চূড়ান্ত করতে বাংলাদেশ ব্যাংক সারা সপ্তাহব্যাপী বিভিন্ন সমস্যাগ্রস্ত ব্যাংকের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে গ্লোবাল ইসলামী ব্যাংক এবং বিকেলে সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। উৎস: ঢাকা পোষ্ট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়