শিরোনাম
◈ চট্টগ্রামে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, পাহাড়ধসের শঙ্কা ◈ টিটিসি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছেন অভিযুক্তরা ◈ সরিষাবাড়ীতে চরাঞ্চলে মিষ্টি আলুর বাম্পার ফলন : ভালো দাম পাওয়ায় খুশি কৃষক ◈ বন্ধ হচ্ছে শিল্প-কারখানা, স্থবির ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ  ◈ দেশের বর্তমান জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ ◈ সা‌কিব বল‌লেন আমার বেস্ট‌ফ্রেন্ড নেই,  তামিম ও মুশফিক ভালো বন্ধু ◈ সব চেয়ে দুর্ভাগ্যজনক উনি আমাদের দলের চেয়ারম্যান, একটা মাথা খারাপ লোক, অসুস্থ লোক, মেন্টালি সিক: কাজী ফিরোজ রশীদ ◈ এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলেন ২ শতাধিক আন্দোলনকারী ◈ হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ  ◈ ৭৪ দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারবেন চীনে, ভিসানীতিতে বড় ধরনের শিথিলতা

প্রকাশিত : ২১ জুন, ২০২৫, ১০:৪৪ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

জয়সোয়াল ও গিলের সেঞ্চুরিতে টে‌স্টের প্রথম দি‌নেই ভারতের দারুণ শুরু

স্পোর্টস ডেস্ক : তুলনামূলক অনভিজ্ঞ ব্যাটিং লাইন-আপ নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের শুরুটা দুর্দান্ত করেছে ভারত। যশস্বী জয়সোয়ালের পর অধিনায়ক শুভমান গিলের সেঞ্চুরিতে প্রথম দিনেই সাড়ে তিনশ রান পার করেছে তারা।

শুক্রবার হেডিংলিতে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত ৩ উইকেটে ৩৫৯ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে। গিল ১২৭ ও রিশাভ পান্ত ৬৫ রান নিয়ে ক্রিজে আছেন। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটার এখন পর্যন্ত যোগ করেছেন ১৩৮ রান।

সাদা পোশাকের ক্রিকেট থেকে রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর প্রথমবারের মতো টেস্টে খেলতে নামা ভারতের শুরুটা হয় দুর্দান্ত। জয়সোয়াল ও লোকেশ রাহুলের উদ্বোধনী জুটি থেকে আসে ৯১ রান। ৪২ রান করা রাহুলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ব্রাইডন কার্স।

রানের খাতা খোলার আগেই অভিষিক্ত সাই সুদর্শনকে পরের ওভারে তুলে নিয়ে সফরকারীদের চাপে ফেলার আভাস দেন বেন স্টোকস। কিন্তু মধ্যাহ্ন ভোজের বিরতির পর জয়সোয়াল ও গিলের ব্যাটে দ্রুতই সেই চাপ কাটিয়ে ভারত। বোলারদের ওপর আরও বেশি চড়াও হয়ে দ্রুত রান তুলতে থাকেন তারা। ৫৬ বলে ফিফটি তুলে নেন গিল।

অপর প্রান্তে ১৪৪ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন জয়সোয়াল। এই নিয়ে ইংলিশদের বিপক্ষে ২৩ বছর বয়সী এই ওপেনার তিনটি শতক হাঁকালেন, যার মধ্যে দুটিকে তিনি দ্বিশতকে রূপ দেন। তবে এবার আর ইনিংস বড় করতে পারেননি তিনি। স্টোকসের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন ১০১ রান করে। ভাঙে তৃতীয় উইকেটের ১২৯ জুটিটি।

এরপর পান্তকে নিয়ে রানের চাকা সচল রাখা গিল চা বিরতির পর তুলে নেন নিজের সেঞ্চুরিও। ভারতের পঞ্চম অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্টে শতক হাঁকান ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। সবশেষ এই কীর্তি গড়েছিলেন কোহলি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৪ সালে।

নিজের স্বভাবসূলভ মেজাজের বাইরে গিয়ে ব্যাট করা পান্ত ক্যারিয়ারের ১৬তম ফিফটি তুলে নেন ৯১ বলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়