শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২১ জুন, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আ‌র্জেন্টিনার বোকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে বায়ার্ন মিউ‌নিখ

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের নৈপুণ্যে বায়ার্ন মিউনিখ ২-১ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সকে। এই জয়ে প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মান জায়ান্টরা।

ম্যাচের ১৮তম মিনিটে কেইন ১০ গজ দূর থেকে বল জালে জড়িয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধে দারুণ এক গোল করে সমতা ফেরান বোকার মিগুয়েল মেরেনতিয়েল। --- বাংলা‌নিউজ
শেষ বাঁশি বাজার ছয় মিনিট আগে আবারও সামনে আসেন কেইন। এবার তিনি বল বাড়ান প্রাক্তন ক্রিস্টাল প্যালেস উইঙ্গার মাইকেল অলিসের কাছে, যিনি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ম্যাচের ফল নির্ধারণ করে দেন।

বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানির দলের শেষ গ্রুপ ম্যাচ বেনফিকার বিপক্ষে। সেখানে একটি ড্র পেলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠবে তারা, যেখানে প্রতিপক্ষ হতে পারে চেলসি—যদি ব্লুজরা গ্রুপ রানারআপ হয়।
চেলসির কোচ এনজো মারেস্কার দল বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছে, যদিও শুক্রবার তারা ফ্ল্যামেঙ্গোর কাছে ৩-১ গোলে হেরে বসে।

ম্যাচ শেষে কেইন বলেন, “দারুণ একটা পারফরম্যান্স ছিল। আমরা জানতাম এটা সহজ হবে না। প্রতিপক্ষের মাঠে কঠিন একটা ম্যাচ খেলতে হয়েছিল। তবে আমরা নিজেদের ওপর বিশ্বাস রেখেছিলাম। এই টুর্নামেন্টটা বিশাল কিছু—বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ। তাই নিজেদের সেরা ছন্দে খেলতেই হবে। 

তবে বায়ার্ন শিবিরে দুশ্চিন্তার কারণ হতে পারে জামাল মুসিয়ালার চোট। দ্বিতীয়ার্ধে বদলি নেমে মাত্র ২৫ মিনিটের মধ্যেই মাঠ ছাড়েন এই জার্মান মিডফিল্ডার।

এদিকে এই হারের ফলে দক্ষিণ আমেরিকান দলের ৯ ম্যাচের অপরাজিত ধারা থামল, তবে বোকা জুনিয়র্সের টুর্নামেন্টে টিকে থাকার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। যদি বেনফিকা বায়ার্নের কাছে হারে এবং বোকা গোল ব্যবধানে সাত গোলের ব্যবধান ঘোচাতে পারে, তবে তাদেরও সুযোগ আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়