শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২১ জুন, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

১৪ কোটি ২০ লাখ  টাকা জরিমানা গুনলো ম‌্যান‌চেস্টার সি‌টি

স্পোর্টস ডেস্ক : ইং‌লিশ প্রিমিয়ার লি‌গের শি‌রোপা হাতছাড়া হওয়ার  হতাশার রেশ কাটতে না কাটতেই আরেকটি ধাক্কা খে‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি । সময় ব্যবস্থাপনা করতে ব্যর্থ হওয়ায় ১.০৮ মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হচ্ছে বর্তমান ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। বাংলাদেশি মুদ্রায় যেটা ১৪ কোটি ২০ লাখ টাকার বেশি।

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ৯টি ম্যাচে সময়মতো খেলা শুরু করতে ব্যর্থ হয়েছিল সিটি। কখনো ম্যাচ শুরুর সময় পিছিয়েছে, কখনো বা দ্বিতীয়ার্ধে মাঠে ফিরতেও সময় নিয়েছে বেশি। বিশেষ করে, ম্যানচেস্টার ডার্বিতে ২ মিনিট ২৬ সেকেন্ড দেরিতে খেলা শুরুর ঘটনাটি রীতিমতো আলোচনার জন্ম দেয়।

সিটি তাদের এই নিয়ম ভঙ্গের দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করলেও আর্থিক জরিমানা থেকে রেহাই পায়নি। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে নিষেধাজ্ঞার সম্ভাবনার বিষয়েও উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।
লিগ কর্তৃপক্ষ বলেছে, ম্যাচের সময়ানুবর্তিতা শুধু একটি টিম ম্যানেজমেন্ট বিষয় নয়, এটি ব্রডকাস্টার ও সমর্থকদের প্রতিও সম্মান প্রদর্শন। নির্ধারিত সূচি বজায় রাখতে সব ক্লাবেরই সমান সচেতন থাকা জরুরি।

এটাই প্রথম নয়। আগের মৌসুমেও একই অপরাধে প্রায় ২ মিলিয়ন ইউরো জরিমানা হয়েছিল গার্দিওলার দলের ওপর। সেখান থেকে শিক্ষা না নেওয়াই যেন আবারও ডেকে আনল অর্থনৈতিক বিপর্যয়।

৩২ দল নিয়ে আয়োজিত ক্লাব বিশ্বকাপের এবারের টুর্নামেন্টে শুরুটা অবশ্য ভালো হয়েছে ম্যানসিটির। ওয়াইদাদ কাসাব্লাঙ্কার বিপক্ষে ফিল ফোডেন ও জেরেমি ডকুর গোলে ২-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা।

সোমবার (২৩ জুন) আল-আইনের মুখোমুখি হবে গার্দিওলার দল। এরপর ২৭ জুন লড়বে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়