মনিরুল ইসলাম: জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস অভিযোগ করে বলেছেন, নির্বাচন বানচাল করতে একটি অশুভ শক্তি চেষ্টা করছে।
তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় এবারও নির্বাচন বাস্তবায়নের সংগ্রাম চলবে।
আজ শনিবার রাজধানীর সবুজবাগে লায়ন্স ক্লাব অব ঢাকা মেগাসিটি, আহমদবাগ ক্লাব ও প্রতিক্ষণ সমাজকল্যাণ সংস্থা যৌথভাবে আয়োজিত এক মেডিকেল ক্যাম্পে এসব কথা বলেন তিনি। এসময় তিনি দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
দিনব্যাপী আয়োজিত ক্যাম্পে চোখের পরীক্ষা, রক্তদান, ওষুধ বিতরণ করা হয়।
এদিকে, খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণের আরেকটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আফরোজা আব্বাস বলেন- সৎ শিক্ষা, শিষ্টাচার ও সত্যের পথে চলাই তরুণদের মূল দায়িত্ব।
তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী সরকার দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থায় ইতিহাস বিকৃতি ঘটিয়েছে।