সুইডেন প্রবাসী বাংলাদেশি শিল্পী রাজ ইমতিয়াজ তাঁর নতুন অ্যালবাম “না ডেকোনা”-এর মাধ্যমে ইউটিউব চ্যানেলের উদ্বোধন করেছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পেশায় একজন দন্ত চিকিৎসক রাজ ইমতিয়াজ দীর্ঘদিন ধরে গানের সঙ্গে যুক্ত। সংগীতচর্চার পাশাপাশি তিনি একসময় সুইডেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়ও ছিলেন। বর্তমানে চিকিৎসা ও ক্রিকেটের পাশাপাশি সংগীতকে জীবনপ্রাণ মনে করে কাজ করে যাচ্ছেন তিনি।
শৈশব থেকেই গানচর্চায় অভ্যস্ত রাজ ইমতিয়াজ বলেন, “চিকিৎসার পাশাপাশি সংগীত আমার প্রাণ। ক্রিকেট খেলেছি, কিন্তু গান আমার ভেতরের ভালোবাসা। বাংলা সংগীতকে প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে আরও ছড়িয়ে দিতে চাই।”
এর আগে ২০১১ সালে জি সিরিজের ব্যানারে তাঁর প্রথম অ্যালবাম “তোমার চোখে” প্রকাশিত হয়, যেখানে ছিল দশটি একক গান। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর নতুন গান “না ডেকোনা”।
চিকিৎসক, ক্রিকেটার থেকে সংগীতশিল্পী—এই বহুমাত্রিক পরিচয়ের রাজ ইমতিয়াজ চান প্রবাসে বাংলা গানকে নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলতে।