শিরোনাম
◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ নোয়াখালীর বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন ◈ ভোরে কেরানীগঞ্জে ১২ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাদির ওপর হামলার পর বিএনপি, জামায়াত ও এনসিপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা ◈ উদ্বোধনের আগেই ভাঙতে হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সিলিং ◈ কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে : সেনাপ্রধান ◈ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, দ্রুত গ্রেপ্তারের ইঙ্গিত ডিএমপি কমিশনারের ◈ এভারকেয়ারে হাদিকে দেখতে তিন উপদেষ্টা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৫:১৫ বিকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ০৮:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে নগ্ন দেখা জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা: স্টর্মি

ডোনাল্ড ট্রাম্প-স্টর্মি ড্যানিয়েলস

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আবারো মন্তব্য করেছেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। তিনি জানান, তার জীবনের অন্যতম ভয়াবহ অভিজ্ঞতা হলো ট্রাম্পকে নগ্ন অবস্থায় দেখা। এ বিষয়টি নিয়ে জনসম্মুখে তাকে মুখ না খুলতে হুমকি দেওয়া হয়েছিলো বলেও জানান তিনি। দ্য গার্ডিয়ান

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ২০০৬ সালের দিকে ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক ছিল তা ২০১৮ সালে প্রথমবারের মতো ফাঁস হয়। এরপর বিষয়টি নিয়ে মুখ না খোলার জন্য স্টর্মিকে ট্রাম্পের পক্ষ থেকে টাকা দেয়া হয়েছিল। স্টর্মির দাবি, ওই সময় ট্রাম্পের সমর্থকরা হুমকিও দিয়েছিল তাকে। 

দ্য গার্ডিয়ানের কলামিস্ট ও ফিচার লেখক কোকো খানকে দেয়া সাক্ষাৎকারে স্টর্মি ড্যানিয়েলস বলেন, ‘আমার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা ছিল ট্রাম্পকে নগ্ন অবস্থায় দেখা।’ এ সময় তিনি দাবি করেন, ট্রাম্প তাকে স্রেফ ব্যবহার করেছেন। তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ট্রাম্প তার কোনো প্রতিশ্রুতিই পূরণ করেননি। 

স্টর্মি ড্যানিয়েলস আরও দাবি করেন, ট্রাম্প তাকে দিয়ে একটি চুক্তিপত্র করিয়ে নিয়েছিলেন, যাতে তিনি এই বিষয়টি কারো সামনে উন্মুক্ত না করেন।

অপর ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররকে ২০১৮ সালে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক এবং তার পরিণতি নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। সে সময় তিনি শপথ করে বলেছিলেন, তিনি যা বলেছেন তার পক্ষে যথেষ্ট প্রমাণ তার কাছে রয়েছে।

দ্য মিররকে দেওয়া সাক্ষাৎকারে স্টর্মি আরো জানিয়েছিলেন, ২০০৬ সালে একটি লেক তাহোয় একটি গল্ফ ইভেন্টে ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সে সময় তারা শারীরিক সম্পর্কে জড়িত হয়েছিলেন বলেও দাবি করেন তিনি। এরপর আরও কয়েকবার ঘনিষ্ঠ হন তারা। রিপোর্ট: নাহিদ হাসান

এনএইচ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়